দিঘা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা! দক্ষিণবঙ্গে তোলপাড়, আবহাওয়ার বিরাট আপডেট

আজ গণেশ চতুর্থী। আর আজ এই দিনটি গোটা দেশজুড়ে মহা সমারহে পালন করা হচ্ছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঢুকছে বাপ্পার মূর্তি। ইতিমধ্যে বহু জায়গায় পুজো শুরু হয়ে গিয়েছে। মানুষ একপ্রকার উৎসবের আমেজে রয়েছেন। যদিও এরই মাঝে আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের দিনে বা বলা ভালো দুর্গা পুজোর আগে আজ মঙ্গলবার কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে বড়সড় তথ্য দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা যা শুনে আপনার মন খারাপ হতে পারে।

গতকাল সোমবার সপ্তাহের শুরুতেই সন্ধ্যের পর ঝেঁপে বৃষ্টি নামে কলকাতার শহর জুড়ে। তারা কয়েক ঘণ্টা চলে এই বৃষ্টি। এদিকে মুষলধারে বৃষ্টির কারণে কলকাতার শহরে একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে ফলে যারা বাড়ি ফিরছিলেন অফিস, কাছারি করে তাদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়। গতকাল ছিল বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজো আসা মানেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। চলতি বছরে মোটের ওপর মোটামুটি বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। আজ সকাল থেকেই ছিটেফোঁটা বৃষ্টি নেমেছে শহরজুড়ে। সেইসঙ্গে বইছে দমকা হাওয়া।

মৌসম ভবন জানাচ্ছে আজ থেকে ফের তোলপাড় করা আবহাওয়া হবে দক্ষিণবঙ্গে। ঝড়, জল, বৃষ্টি কিছুই থামবে না। প্রবল বর্ষণের কারণে ভাসবে একের পর এক জেলা। হাওয়া অফিসের মতে, একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা। ওদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এর জেরে চলতি সপ্তাহে গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টি হতে পারে।

rain kolkata weather

হাওয়া অফিসের বিজ্ঞানীদের মতে, মঙ্গলবার দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও বুধবার অর্থাৎ আগামীকাল থেকে কলকাতায় বৃষ্টি দাপট বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।