আবহাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে দুপুরেই যেন সন্ধে নেমে এল শহরে। বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে শহরজুড়ে। ব্যাপক আকাশ ডাকছে। শুধু কলকাতাই (Kolkata) নয়, দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জায়গাতেও ইতিমধ্যে বৃষ্টির দাপট শুরু হয়েছে বলে খবর। যদিও এখনই এই তাণ্ডবলীলা থামবে না বলে সাফ জানিয়ে দেওয়া হল আলিপুর মৌসম ভবনের তরফে। সেইসঙ্গে বিকেলের পর আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।
ঠিক কী বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা? আপনারও জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই? ইতিমধ্যে যারা বাড়ির বাইরে রয়েছেন তাঁদের দুর্ভোগের শেষ নেই। সকালের দিকে প্রখর রোদ দেখে অনেকেই ছাতা নিয়ে বেরোননি। তবে এখন এহেন আচমকাই আবহাওয়া বদলের জেরে চরম বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, ফের নিম্নচাপের মেঘ ঘনিয়েছে। যার জেরে আজ ও আগামী কয়েকদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিন বলে মিলেছে পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, আর কিছুক্ষণ পরেই বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাদ যাবে না কলকাতাও। অব্যাহত থাকবে বজ্রবিদ্যুৎ।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস যেতেই এক ধাক্কায় বিপুল হারে বাড়ল পেট্রল-ডিজেলের দাম! নতুন রেটে মাথায় হাত সবার
বিকেলের পরেও এরকমই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে খবর। নিম্নচাপের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে অপর একটি ঘূর্ণাবর্ত। যে কারণে প্রকৃতি তাণ্ডব খেলা চালাবে। সবথেকে বড় কথা হল, লাগাতার দফায় দফায় এই বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে স্বস্তি পাবেন শহরবাসী। পারদও খানিকটা কমতে পারে বলে শোনা যাচ্ছে। এদিন কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।