বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ, ষষ্ঠী থেকেই তুলকালাম দক্ষিণবঙ্গে? ভয়ের খবর শোনাল আবহাওয়া দফতর

আবারও একবার নতুন করে আবহাওয়া (Weather) বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। সবই ঠিক চলছিল, কিন্তু দুর্গাপুজোর আবহে নতুন করে বাংলার (West Bengal) আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনাতে শুরু করেছে। যে কারণে উৎসব প্রিয় বাঙালির মন এক্কেবারে খারাপ হয়ে যেতে পারে বৈকি।

   

দুর্গাপুজোয় গরম, ঠাণ্ডা না বৃষ্টি হবে? সেই নিয়ে একপ্রকার বহু মানুষ দোটানার মধ্যে ছিলেন। সম্প্রতি আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে অবধি দেওয়া হয়েছিল যে পুজোতে রাজ্যের আকাশ মূলত ঝকঝকেই থাকবে। কিন্তু আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস চকিতে বদলে গেল। এর আগে জানা গিয়েছিল যে নবমী থেকে দশমী অবধি রাজ্যের কিছু জায়গায় ছিটেফোঁটা বর্ষণ হবে।

মূলত উপকূলবর্তী এলাকাগুলি বৃষ্টিতে ভিজবে। কিন্তু এখন ৩৬০ ডিগ্রি ঘুরে গেল আবহাওয়ার মতিগতি। পুজোর মাঝেই এবার নিম্নচাপের ভ্রূকুটি শোনালো আলিপুর আবহাওয়া অফিস। যা শুনে মনে খারাপ হয়ে যেতে পারে উৎসব প্রিয় বাঙালির। কারণ এবার আর নবমী নয়, ষষ্ঠী-সপ্তমী থেকেই বদলে যেতে পারে রাজ্যের আবহাওয়া।

durga pujo rain

কারণ সেদিনই একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি রাজ্যের একের পর এক জেলায় দাপট চালাবে। তবে বড় রকমের কোনও দুর্যোগ হবে না। কিন্তু বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। বিশেষ করে উপকূলীয়বর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আপনিও যদি নবমী ও দশমীতে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে কিছুটা খারাপ খবর রয়েছে। কারণ সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।