অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)…খুব অল্প সময়ের মধ্যেই টলিউডের (Tollywood) একজন খুব চেনা মুখ হয়ে উঠেছেন। সিরিয়ালের মাধ্যমে পথচলা শুরু হলেও এখন সিনে দুনিয়ায় নিজের এক আলাদা জায়গাই তৈরি করে নিয়েছেন তিনি।
বর্তমানে তাঁকে দেবের (Dev) সিনেমা ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’-এ অজিতের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। আর এই নিয়ে ফের চর্চায় রয়েছেন কিন্তু অভিনেতা। তবে আপনি কি আদৌ এই মানুষটার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানেন? জানেন কি তিনি বিবাহিত নাকি অবিবাহিত? আজ এসবই এই প্রতিবেদনে আলোচনা হবে।
অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। তাঁদের অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে তাঁরা কেমন তা সকলেই জানতে চান। সে ভালো হোক বা মন্দ। এই অম্বরীশ ভট্টাচার্যকে অনেকেই বেশ খাদ্যরসিক বলেই চেনেন। কিন্তু অভিনেতার মনের খবর জানেন কি আদৌ?
তাঁর কি কোনও গার্লফ্রেন্ড আছে? স্ত্রী আছে? এই নিয়ে বিভিন্ন জায়গায় তাঁকে প্রশ্ন শুনতে হয়। অবশেষে অভিনেতা সব কিছুর ভাণ্ডা ফাটিয়েই দিলেন। জানিয়ে দিলেন নিজের মেরিটিয়াল স্ট্যাটাস। অভিনেতা জানিয়েছেন, তাঁর অনেক বান্ধবী রয়েছে। যদিও এখনও অবধি এখনো বিয়ের পিঁড়িতে বসেননি অম্বরীশ। কিন্তু এমন একজন আছেন যার জন্য তিনি আজ অবধি সদা সিঙ্গেল ট্যাগটা বয়ে বেড়াচ্ছেন। তিনি হলেন ‘রান্নাঘর’-এর সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Mukhopadhyay)। সম্প্রতি অম্বরীশ স্বীকার করেন যে তিনি বহু বছর ধরে সুদীপার প্রেমে পড়ে রয়েছেন।
অম্বরীশ ভট্টাচার্য আজকাল ব্যস্ত রয়েছেন এবং তার বিশ্রামের সময় নেই। সম্প্রতি দুটি রোমাঞ্চকর প্রজেক্টের শুটিং শেষ করেছেন জনপ্রিয় এই অভিনেতা। প্রথমটি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ’। এ ছাড়া বিরসা দাশগুপ্তের ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্যতে’-তে অজিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।