নভেম্বরের মাঝে আচমকাই কমল LPG সিলিন্ডারের দাম! স্বস্তিতে আমজনতা, রইল নতুন রেট

ফের একবার নতুন করে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিলো কেন্দ্রীয় সরকার (Central Government)। বছর ঘুরলেই লোকসভা ভোট (Lok Sabha Election)। এদিকে লোকসভা ভোটের আগে দেশের সাধারণ আম জনতা এক প্রকার গ্যাস কিনতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছিলেন। যদিও রাখি পূর্ণিমার ঠিক আগের দিন রান্নার গ্যাসের (Gas Cylinder) দাম কমিয়ে সকলকে বড় রকমের উপহার দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

   

তবে তার পরেও কিন্তু থেমে থাকেনি কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার। গ্যাসের দামের উপর ভর্তুকি থেকে শুরু করে দাম কমানো… সাধারণ মানুষের মুখের দিকে চেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সম্প্রতি দিওয়ালি গিয়েছে এদিকে দিওয়ালি মিটতেই ফের একবার গ্যাসের দাম নিয়ে বড় রকমের সিদ্ধান্তের পথে হাঁটলো সরকার যার পরে বড় রকমের সারপ্রাইজ হয়ে গিয়েছেন সকলে। আজ বৃহস্পতিবার নতুন করে গ্যাসের দাম প্রকাশ্যে এসেছে। আর এই নতুন নাম দেখে একপ্রকার সকলেই খুশিতে লাফাতে শুরু করে দিয়েছেন। কার্যত বছর শেষ হবার আগেই এক ধাক্কায় আরো কিছুটা রান্নার গ্যাসের দাম কমিয়ে দিল সরকার।

তেল সংস্থাগুলি আজ, ১৬ বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস করেছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে কিছুটা স্বস্তি মিলেছে আজ। জানা গিয়েছে, তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) দাম ৫৭.৫০ টাকা কমিয়েছে। দিওয়ালির ঠিক আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০১.৫০ টাকা বাড়ানো হয়েছিল সরকারের তরফে। যে কারণে বিরোধীদের চরম কটাক্ষের শিকার হতে হয়েছিল সরকারকে। যদিও আজ দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে।

lpg gas

দাম কমার পর আজ দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৭৫৫.৫০ টাকা, কলকাতায় ১৮৮৫.৫০ টাকা, মুম্বইয়ে ১৭২৮ টাকা এবং চেন্নাইতে ১৯৪২ টাকা। যদিও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনোরকম হেরফের ঘটেনি বলে জানা গিয়েছে। দিল্লিতে ঘরোয়া রান্নার গ্যাসের দাম যথাক্রমে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯০৩ টাকা, কলকাতায় ৯২৯ টাকা, মুম্বইয়ে ৯০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৯১৮.৫০ টাকা।