মাসের প্রথম দিনেই ঝটকা! ১০০ টাকার উপরে বাড়ল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত জনতার

মুদ্রাস্ফীতির মারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অন্যদিকে একদম দরজায় কড়া নাড়ছে উৎসব। এসবের মাঝেই ফের একবার দেশের আম জনতার কপালে ব্যাপক চিন্তার ভাঁজ দেখা গেল। কারণ আজ নতুন মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল এলপিজি (Liquefied petroleum gas) গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম।

   

আজ নভেম্বরের প্রথম দিন এবং করবা চৌথের উৎসব, কিন্তু আজ মানুষের পকেটে নতুন করে চাপ পড়েছে। কারণ তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে, আজ থেকে ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০১.৫০ টাকা বেড়েছে, যার পরে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে ১,৮৩৩ টাকায়। গতকাল অবধি এর দাম ছিল ১৭৩১ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মুম্বাইয়ে ১,৭৮৫.৫০ টাকা, কলকাতায় ১,৯৪৩ টাকা এবং চেন্নাইতে ১,৯৯৯.৫০ টাকায় পাওয়া যাবে।

তবে একটা স্বস্তি, ঘরোয়া ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মানুষজন। যদিও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আচমকা বেড়ে যাওয়ার কারণে অনেকেই আশঙ্কা করছেন যে এবার হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া মহার্ঘ্য হতে পারে। উল্লেখ্য, তেল সংস্থাগুলিও অক্টোবরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছিল। সেইসময়ে সিলিন্ডারের দাম ২০৯ টাকা অবধি বাড়ানো হয়েছিল। দেশে বর্তমান সময়ে উৎসবের মরশুম চলছে। অন্যদিকে চলতি মাসেই পাঁচ টি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এসবের কারণে অনুমান করা হয়েছিল যে এবার এলপিজির দাম বাড়বে না, তবে তা হয়নি।

gas bd

প্রসঙ্গত, তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে জ্বালানী আইটেমগুলির দাম আপডেট করে।   গত আগস্টে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা পর্যন্ত কমানো হয়েছিল। একই সময়ে, সেপ্টেম্বর মাসে, কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ অনুমোদন করেছে।