মাসের শুরুতেই বিরাট সুখবর, এক ধাক্কায় গ্যাসের দাম কমল ১০০ টাকা! রইল কলকাতার রেট

গ্যাসের (Liquefied petroleum gas) দাম নিয়ে বহুদিন ধরেই মুখর দেশবাসী। অতঃপর সেপ্টেম্বর মাসের শুরুতেই দেশবাসীকে কিছুটা রেহাই দিয়েছে সরকার। আবারো এক ধাক্কায় কমল রান্নার গ্যাসের (Gas Cylinder) দাম। এবার ১ তারিখে প্রকাশিত নতুন দাম অনুযায়ী ১০০ টাকা সস্তা হয়েছে রান্নার গ্যাস। পুজোর মরশুমের আগে এই ছাড়ে বিশাল খুশি দেশবাসী।

সারা দেশেই বাণিজ্যিক ১৯ কেজি গ্যাসের দাম কমেছে। তবে এবার সবচেয়ে বেশি ছাড় পাওয়া গিয়েছে কলকাতায়। কলকাতায় যেখানে ১০০ টাকা কমেছে এই দাম, সেখানে দিল্লিতে গ্যাসের দাম কমেছে ৯১.৫০ টাকা, মুম্বইতে সেই রেট ৯২.৫০ টাকা। চেন্নাইতেও কমেছে ৯৬ টাকা। এবার পরপর ৪ মাস টানা গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তিতে ব্যবসায়ীরা।

নতুন দাম কত হয়েছে : দেশের চার বড় মেট্রো শহরের মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল কলকাতায়। তবে এবার সেই শিরোপা পেয়েছে চেন্নাই। সবচেয়ে কম দাম দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে। সেখানে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৮৫ টাকা। কলকাতায় যেখানে গত মাসে দাম ছিল ২০৯৫ টাকা সেখানে এই মাসে দাম রয়েছে ১৯৯৫ টাকা। মুম্বাইতে এই দাম ১৮৪৪ টাকা চেন্নাইতে দাম রয়েছে ২০৪৫ টাকা।

তবে বাণিজ্যিক গ্যাসে টানা ছাড় দিয়ে গেলেও ঘরোয়া LPG তে কোনো ছাড় দেয়নি সরকার। সাধারণ মানুষকে সেই আগের দামেই কিনতে হবে ঘরোয়া সিলিন্ডার। দিল্লিতে ঘরোয়া ইন্ডেন সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা, কলকাতায় সেই দাম ১০৭৯ টাকা, মুম্বাইতে ১০৫২ টাকা আর চেন্নাইতে ১০৬৮ টাকায় বিক্রি হচ্ছে ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাস।

gas cylinder

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় তার কিছুটা প্রভাব পড়বে সাধারন মানুষের ওপর। টানা ৪ মাস গ্যাসের দাম কমায় এবার স্বস্তি পেয়েছেন হোটেল মালিকরা। আর তার ফলে বাইরে খেতে চাইলে খাবারের দাম যে এক্ষনি বাড়ছে না সেই বিষয়ে নিশ্চিত গ্রাহকরা। বিশেষত পুজোর মরশুমের এই ছাড় বিরাট সুবিধা দেবে হোটেল মালিক এবং সাধারণ মানুষকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button