এবার মাত্র ৪০০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার! পুজোর আগে বিরাট ঘোষণা রাজ্য সরকারের

উৎসবের মৌসমে নতুন করে রাজ্যের আমজনতার মুখে হাসি ফুটল। আর মানুষের মুখের এই হাসির নেপথ্যে রয়েছে রাজ্য সরকার। প্রবল মুদ্রাস্ফীতির মারে একদিকে যখন দেশের সাধারণ জনতার নাভিশ্বাস উঠছে সেই সময় রাজ্য সরকারের একটা সিদ্ধান্তে আমূল বদলে যেতে চলেছে মানুষের জীবন।

   

সাম্প্রতিক সময় কেন্দ্রীয় সরকার ঘরোয়া এলপিজি (Liquefied petroleum gas) সিলিন্ডারের (Gas Cylinder) দাম এক ধাক্কায় ২০০ টাকা কমিয়ে দিয়েছিল সেই সঙ্গে উজ্জ্বলা যোজনা আওতায় যারা গ্যাস পান তাদেরও এক ধাক্কায় অনেকটাই স্বস্তি দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। যদিও ঘরোয়া গ্যাসের দাম কমানোর পরও এখনো সেটা কেনার জন্য অনেকেরই সমর্থ্য হচ্ছে না কারণ এখনো সেটি ৯০০ টাকার ঘরেই ঘোরাফেরা করছে এরই মাঝে এবার রাজ্য সরকার মাত্র ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার মতো বড় ঘোষণা করেছে। যার জেরে অনেকটাই স্বস্তি পাবেন মানুষজন বলে মনে করা হচ্ছে।

তবে আপনি যদি মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন এই ৪০০ টাকা গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছে তেলেঙ্গানার বিআরএস সরকার। সেই রাজ্যে চলতি বছরে নভেম্বর মাসেই বিধানসভা ভোট আবার কথা রয়েছে এদিকে এই ভোটের আবহে। এক প্রকার বড় রকমের চমক দিয়েছে চন্দ্রশেখর রাওয়ের সরকার।

তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিআরএস রবিবার তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। বিআরএস ইশতেহারে জনগণের জন্য অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইশতেহারে বলা হয়েছে, রাইথু বন্ধু প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থের পরিমাণ প্রতি বছর ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৬,০০০ টাকা করা হবে।

ইশতেহার প্রকাশ করে বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও (কেসিআর) বলেন, প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা পেনশন বাড়িয়ে ৬,০০০ টাকা করা হবে। এছাড়া তেলেঙ্গানার ৯৩ লক্ষ বিপিএল পরিবার কেসিআর বীমা প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকার বীমা পাবে। বিআরএস পরিবার পিছু ১০ লক্ষ টাকা অনুদানের ‘দলিত বন্ধু’ প্রকল্পও অব্যাহত রাখবে। ইশতেহার অনুযায়ী, কেসিআর আরোগ্য রক্ষা যোজনা এবং আরোগ্যশ্রী ভীম যোজনার আওতা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হবে।

lpg gas

এ ছাড়া পরিকল্পিতভাবে প্রতি বছর একর প্রতি ১৬ হাজার টাকা করে রাইথু বন্ধু রফতানি করা হবে। কেসিআর ভীম প্রথা ইন্তেকি ধীভা যোজনার আওতায় সরকার সমস্ত বিপিএল কার্ডধারীদের জন্য ৫ লক্ষ বীমা স্কিম, এলআইসির মাধ্যমে ১০০ শতাংশ প্রিমিয়াম প্রদান করবে। ৯৩ লক্ষ পরিবারকে কভার করার জন্য ৩০০০ থেকে ৪০ কোটি টাকা ব্যয় করা হবে।