আর নিজের ইচ্ছেমতো কিনতে পারবেন না LPG সিলিন্ডার! গ্যাস প্রাপ্তিতে রাশ টানল কেন্দ্র

দেশের গ্রাহকদের এবার LPG সিলিন্ডার ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে চলেছে কেন্দ্র সরকার। আগে যথেচ্ছ সিলিন্ডার ব্যাবহার করতে পারলেও এবার সেই বিষয়ে রাশ টানতে চলেছে সরকার। এতদিন ভর্তুকিযুক্ত সিলিন্ডারে সংখ্যা নির্ধারিত থাকলেও ভর্তুকিবিহীন সিলিন্ডারের ক্ষেত্রে কোনো উচ্চসীমা ছিলনা।
জনগণের LPG ব্যবহার নিয়ন্ত্রণে আনার জন্যই এবার ভর্তুকি বিহীন সিলিন্ডারের ব্যবহারেও রাশ টানতে চলেছে সরকার। উল্লেখযোগ্য বিষয় যে, এই জন্য মজুত সফটওয়্যারেও ব্যাপক পরিবর্তন আনবে সরকার। আর সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বেই কার্যকর করা হয়েছে।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমে যাওয়ায় তার যথেচ্ছ ব্যাবহার চালাচ্ছিল জনগণ। আসলে বাণিজ্যিক সিলিন্ডারের চেয়ে বাড়িতে ব্যাবহার করা সিলিন্ডার সস্তা হওয়ায় এগুলির চল বাড়ে ব্যাবসার কাজে। তাই সরকার ভর্তুকিহীন গ্যাসের ক্ষেত্রে ১৫টি সিলিন্ডারের সীমা বেঁধে দিয়েছে।
এই প্রক্রিয়ায় রাশ টানতে সরকার এমন উদ্যোগ নিয়েছে। দেশের তিনটি তেল কোম্পানির গ্রাহকদের জন্যই এই পরিবর্তন করা হয়েছে। প্রসঙ্গত যারা ভর্তুকিযুক্ত গ্যাসের আওতায় নথিভুক্ত, তাঁরা বছরে বারোটি সিলিন্ডার পেতে পারবেন। অতিরিক্ত প্রয়োজন থাকলে, তারা ভর্তুকিহীন সিলিন্ডার পেতে পারেন।
নয়া কী নিয়ম জারি করেছে সরকার : বছরে কয়টি সিলিন্ডার ব্যাবহার করা যাবে তার সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। ভর্তুকিযুক্ত সিলিন্ডারের ক্ষেত্রে এই সংখ্যা ১২টি এবং ভর্তুকিহীন সিলিন্ডার মিলবে ১৫টি। এছাড়া একমাসে সর্বোচ্চ ২টি সিলিন্ডার পাওয়া যেতে পারে।
প্রসঙ্গত আপনার যদি বছরে ১৫টির বেশি সিলিন্ডারের প্রয়োজন হয় তাহলে আপনি স্পেশ্যাল পারমিশন নিতে পারেন। বিশেষত এক্ষেত্রে তেল কোম্পানির গ্রাহকদের থেকে এই অনুমতি নিতে হবে। একমাত্র সেক্ষেত্রেই অতিরিক্ত সিলিন্ডার পেতে পারেন গ্রাহক।