এবার আজীবন মিলবে ৪৫০ টাকায় LPG গ্যাস সিলিন্ডার! বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

রাখীবন্ধন উপলক্ষে কেন্দ্রীয় সরকার সম্প্রতি গ্যাসের (Gas Cylinder) দাম কমিয়েছিল। যার জেরে স্বস্তি বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। ঘরোয়া এলপিজি (Liquefied petroleum gas) গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে সরকার। শুধু তাই নয় উজ্জ্বলা গ্যাস যোজনার আওতাধীন পরিবারকেও স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সেখানেও কমানো হয়েছে ২০০ টাকা। যার ফলে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে আর চাপ পড়ছে না মধ্যবিত্তদের। এদিকে আরও এক বড় পদক্ষেপ নিল এই রাজ্যের বিজেপি সরকার। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বড় সিদ্ধান্তের পথে হেঁটেছেন। এবার তিনিও এক ধাক্কায় অনেকটাই গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিলেন। নির্বাচনী আবহে একটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শিবরাজ সিং এক ধাপ এগিয়ে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। রাজ্যে বিজেপির জন আশীর্বাদ যাত্রা চলছে। শিবরাজ সিংয়ের জন আশীর্বাদ যাত্রা এক আলাদাই মাত্রা পায় যখন জনসাধারণের উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে একটা মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেন, এখন শুধু উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নন, যাঁরা নন-উজ্জ্বলা যোজনার অধিকারী, তাঁরাও সর্বদা ৪৫০ টাকায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার পাবেন। এ জন্য সরকার একটি তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের মহিলাদের জন্য ৪৫০ টাকার গ্যাস সিলিন্ডারের অনুমোদন দিয়েছে। এখন রাজ্যের মা-বোনেরা ভর্তুকি ছাড়াই গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন যে লাডলি বেহনা প্রকল্পের আওতায় ৪৫০ সিলিন্ডার দেওয়া হবে।

cooking gas

মুদ্রাস্ফীতিতে বিপর্যস্ত সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে এলপিজির দামে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে ৪০০ টাকার ভর্তুকি উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্যও উপলব্ধ হবে বলে ঘোষণা করা হয়েছে। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের এই হ্রাসের পরে দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকা থেকে ৯০৩ টাকায় নেমে আসবে। এছাড়া উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ৭০৩ টাকা।