LIC-তে বিনিয়োগ করেছেন? আপনার জন্য সুখবর! কোম্পানির ঘোষণা শুনে আনন্দে লাফাবেন

বড় ঘোষণা করল দেশের বৃহত্তম বিমা কোম্পানি এলআইসি (Life Insurance Corporation)। আপনিও কি এলআইসি-তে কি বিনিয়োগ (Investment) করেছিলেন? তাহলে তার কী ফলাফল বেরিয়েছে সেটা জানেন? না জানা থাকলে তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি।

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মার্চ ত্রৈমাসিকে ১৩,৪২৭.৮ কোটি টাকার নিট মুনাফা করেছে। যা গত অর্থবছরের একই প্রান্তিকে ২,৩৭১.৫ কোটি টাকার মুনাফার চেয়ে প্রায় ৪৬৬ শতাংশ বেশি। ত্রৈমাসিক ভিত্তিতে এলআইসির মুনাফা বেড়েছে প্রায় ১১২ শতাংশ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত বুধবার ২৪ মে ২০২৩ অর্থবছরের মার্চ মাসের ফলাফল প্রকাশের সময় প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়।

এলআইসি আরও জানিয়েছে, মার্চ ত্রৈমাসিকে তাদের স্বতন্ত্র নিট প্রিমিয়াম আয় ৮.৩ শতাংশ কমে ১.৩১ লক্ষ কোটি টাকা হয়েছে। তবে ত্রৈমাসিক ভিত্তিতে এটি ১৭.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বীমা সংস্থাটি জানিয়েছে, মার্চ ত্রৈমাসিকে তাদের প্রথম বছরের প্রিমিয়াম ১২.৩৩ শতাংশ কমে ১২,৮১১.২ কোটি টাকা হয়েছে। তবে নতুন প্রিমিয়াম ৬.৮ শতাংশ বেড়ে হয়েছে ৭৬,০০৯ কোটি টাকা।

এলআইসি মার্চ ত্রৈমাসিকে নিট কমিশন থেকে ৮,৪২৮.৫ কোটি টাকা আয় করেছে। যা গত অর্থবছরের একই হিসেবে চেয়ে ৫.৪ শতাংশ এবং ত্রৈমাসিক ভিত্তিতে ৩৩. ৪ শতাংশ বেশি। এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম আয়ও ২০২২ সালের মার্চে ১৪,৬৬৩ কোটি টাকা থেকে কমে ২০২৩ সালের মার্চে ১২,৮৫২ কোটি টাকা হয়েছে।

lic

এক বছর আগে ত্রৈমাসিক ফলাফলে এলআইসি ২,৪০৯ কোটি টাকা মুনাফা করেছিল। এক বছর আগে একই সময়ে কোম্পানির মোট আয় ছিল ২,১৫,৪৮৭ কোটি টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে ২,০১,০২২ কোটি টাকা। ২০২৩ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে এলআইসির স্বতন্ত্র নিট প্রিমিয়াম আয় বছরে ৮.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৩১ লক্ষ কোটি টাকা। তবে ত্রৈমাসিক ভিত্তিতে প্রিমিয়াম আয় বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালের মার্চ ত্রৈমাসিকে এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম ১২.৩৩% কমে ১২৮১১.২ কোটি টাকা হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button