তিন টাকারও কমে 1GB ডেটা, মিলবে এক বছরের ভ্যালিডিটি! গ্রাহকদের জন্য দারুণ প্ল্যান JIO-র

মোবাইল রিচার্জ তো আমরা সবাই করি। কিন্তু বর্তমান দিনে ডেটার ব্যাবহার বেড়েছে বহুলাংশে। একটা সময় ছিল যখন ১৫৫ টাকার বিনিময়ে ১ জিবি ডেটা পাওয়া যেত। আর আজ ভারতে সারা বিশ্বের সবচেয়ে সস্তা ডেটা পাওয়া যায়। আমাদের আজকের প্রতিবেদনে জিও (Jio), এয়ারটেল (Bharti Airtel), ভোডাফোনের কিছু জনপ্রিয় ডেটা প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি। এই প্রতিবেদনে আমরা আপনাদের এও জানাবো কোন কোম্পানি কত কম দামে ডেটা দিচ্ছে আপনাদের।

রিলায়েন্স জিও :

২৫৪৫ টাকার প্ল্যান : বৈধতা – ৩৩৬ দিন
ডেটা- প্রতিদিন ১.৫ জিবি, মোট ৫০৪ জিবি।
ডেটা রেট – ৫.০৪ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন আপনি।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

২৯৯৯ টাকার প্ল্যান: বৈধতা – ৩৬৫ দিন
ডেটা- ২.৫ জিবি ডেটা প্রতিদিন, মোট ৯১২ জিবি।
ডেটা রেট- ৩.২৮ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

২৮৭৯ টাকার প্ল্যান: বৈধতা – ৩৬৫ দিন
ডেটা- ২ জিবি ডেটা প্রতিদিন, মোট ৭৩০ জিবি।
ডেটা রেট- ৩.৯৪ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

এয়ারটেল :

৩৩৫৯ টাকার প্ল্যান : বৈধতা – ৩৬৫ দিন
ডেটা- ২.৫ জিবি ডেটা প্রতিদিন, মোট ৯১২ জিবি।
ডেটা রেট- ৪ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

২৯৯৯ টাকার প্ল্যান : বৈধতা – ৩৬৫ দিন
ডেটা- ২ জিবি ডেটা প্রতিদিন, মোট ৭৩০ জিবি।
ডেটা রেট- ৪ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

৭৯৯ টাকার প্ল্যান: বৈধতা – ৯০ দিন
ডেটা- ১.৫ জিবি ডেটা প্রতিদিন, মোট ১৩৫ জিবি।
ডেটা রেট- ৬ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

ভোডাফোন আইডিয়া:

২৮৯৯ টাকার প্ল্যান : বৈধতা – ৩৬৫ দিন
ডেটা- ১.৫ জিবি ডেটা প্রতিদিন, মোট ৫৪৭.৫ জিবি।
ডেটা রেট- ৫.৩০ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

jio airtel vi

১৪৪৯ টাকার প্ল্যান : বৈধতা – ১৮০ দিন
ডেটা- ১.৫ জিবি ডেটা প্রতিদিন, মোট ২৭০ জিবি।
ডেটা রেট- ৫.৩৬ টাকা প্রতি জিবি।
এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন।
কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button