কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra Bank)…দেশের অন্যতম বড় ব্যাঙ্ক (Bank)। আপনারও যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এই সুখবর শুনে গ্রাহকরা রীতিমতো লাফাবেন। বিশেষ করে এই ব্যাঙ্কে যাদের এফডি বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) রয়েছে তাঁরা এই খবর শুনে লাফাবেন। অনেকেই আছেন যারা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ব্যাঙ্কে টাকা জমান। আবার অনেকেই আছেন যারা ফিক্সড ডিপোজিট করিয়ে নেন। এই ফিক্সড ডিপোজিট করার কিছু সময়সীমা থাকে। অনেক ব্যাঙ্ক আছে যারা ভালো সুদ (Interest) দেয়, আবার অনেক ব্যাঙ্ক এমনও আছে যারা ভালো সুদ দেয় না। যে কারণে অনেক গ্রাহকই ক্ষুব্ধ হন।
কিন্তু আপনিও যদি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করিয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর। এই খবর হাতছাড়া হলে ক্ষতির মুখে পড়বেন আপনিই বৈকি। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। ব্যাঙ্ক ২ কোটি টাকার কম এফডির সুদের হার পরিবর্তন করেছে।
কোটাক মাহিন্দ্রা ১৩ সেপ্টেম্বর এই পরিবর্তন এনেছে। বর্তমানে এই ব্যাঙ্ক ২.৭৫ শতাংশ থেকে ৬.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। কোটাক ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি অফার করছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.২০ এবং সিনিয়র সিটিজনদের ক্ষেত্রে ৭.৭০ শতাংশ অবধি সুদ দেওয়ার ঘোষণা করেছে।
ব্যাঙ্কের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ৭ দিন থেকে ১৪ দিনের আমানতের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ২.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১৫ দিন থেকে ৩০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক।
অন্যদিকে ৩১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য ৩.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে ব্যাঙ্কের তরফে। এছাড়া কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৪৬ দিন থেকে ৯০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের উপর সাধারণ মানুষকে ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৪.০০ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৯১ দিন থেকে ১২০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের উপর সাধারণ মানুষকে ৪ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ হারে সুদ দেবে। একই সঙ্গে ১২১ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষ পাবেন ৪.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৪.৭৫ শতাংশ সুদ।
আরও বিস্তারিত জেনেন নিন…
১৮০ দিন- সাধারণ মানুষ ৭ শতাংশ, প্রবীণ নাগরিক ৭.৫০ শতাংশ সুদ। একইভাবে ২৭১ দিন থেকে ৩৬৩ দিনের মধ্যে পরিপক্ক আমানতে সাধারণ মানুষকে ৬ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
৩৬৪ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ সুদ দিচ্ছে ব্যাংকটি। একই সঙ্গে ৩৬৫ থেকে ৩৮৯ দিনের আমানতে সাধারণ নাগরিকদের ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ সুদ দিচ্ছে কোটাক।
৩৯০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। একই সঙ্গে ৩৯১ থেকে ২৩ মাসের আমানতে সাধারণ নাগরিকদের ৭.২০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭০ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।
কোটাক ব্যাঙ্ক ২৩ মাসের মধ্যে পরিপক্ক আমানতের উপর সাধারণ মানুষকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। একই সঙ্গে ২৩ মাসে পরিপক্ক আমানতে সাধারণ মানুষের জন্য সুদের হার ৭ দশমিক ২ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭০ শতাংশ।