পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি, মার্চেই পড়তে পারে ৪০ ডিগ্রি গরম! রইল আবহাওয়ার আপডেট

শীতের (Winter) সুখ বর্তমানে কিছুটা হলেও অতীত। তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়ছে ওপরের দিকে। আবার আকাশে মেঘেদের আনাগোনাও বেড়েছে বেশ খানিকটা, তাহলে কি বৃষ্টি শুরু হয়ে যাবে এবার? কি জানাচ্ছে আলিপুরের আবহাওয়া (Weather) অফিস? চলুন আপনাদের জানাই কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ (North Bengal) এবং দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া।
কলকাতার আবহাওয়া : চড় চড় করে চড়ছে শহরের তাপমাত্রার পারদ। শুক্রবার দিনই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৩১.৪ ডিগ্রী সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি ছিল এদিনের তাপমাত্রা। আবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী বেড়ে ছিল ২৩.৬ ডিগ্রীতে।
বাতাসের মধ্যেও জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে হয় ৯৫%। জানিয়ে রাখি, শনিবার দিন কলকাতা এবং শহরতলীর তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভবনা নেই আপাতত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : উপকূল এবং আশপাশের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সাথেই থাকবে কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে মেঘ এবং কুয়াশা দেখা যাবে। যদিও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত। একইসাথে এও জানিয়ে রাখি যে, কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রী পৌঁছে যেতে পারে। বাড়তে পারে দহনজ্বালা।
উত্তরবঙ্গের আবহাওয়া : কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সহ ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি যে, দার্জিলিং এবং কালিম্পংয়ে আরো কিছুদিন বৃষ্টি চলবে। তাপমাত্রারও বদলের সেরকম সম্ভবনাও থাকছেনা। আগামী কিছুদিন উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা ওপরে।