কীভাবে গঙ্গার নীচ দিয়ে চলবে ট্রেন! ভিডিওর মাধ্যমে কলকাতা মেট্রো নিয়ে বড় তথ্য দিলেন রেলমন্ত্রী

কলকাতা মেট্রো ইতিমধ্যে ইতিহাস গড়ে ফেলেছে। নির্মাণ হয়েছে গঙ্গার নিচে জলের তলার মেট্রো সিস্টেম। সেই পথ দিয়ে মেট্রো পৌঁছেছে হাওড়া ময়দানে। যা কিনা এক রেকর্ড, কারণ দেশে এই প্রথম জলের তলায় মেট্রো ছুটতে চলেছে। ট্রেন ছুটবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি। আর সেই লাইন থাকছে গঙ্গার নিচে।

কয়েকদিন আগেই রেল ট্রায়াল রানের প্রস্তুতির জন্য মেট্রো রেক নিয়ে যায় হাওড়া ময়দান অবধি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি গ্রাফিক্স এবং চিত্রের সাহায্যে দেখিয়েছেন কিভাবে হুগলি নদীর তলদেশে চলবে কলকাতা মেট্রো। তিনি এটিকে ইন্জিনিয়ারিং মার্ভেল বলে অভিহিত করেছেন।

হুগলি নদীর নীচ দিয়ে টানেলের মধ্যে চলবে মেট্রো। কীভাবে চলবে সেটি একটি গ্রাফিক ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। সেখান থেকে সাধারণ মানুষও বুঝতে পারবেন কিভাবে তৈরি হয়েছে পুরো সিস্টেম। সাথে রেকগুলোকে নিয়ে যাওযার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

উল্লেখ্য যে, মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি সেদিন উপস্থিত ছিলেন মেট্রোর অন্দরে। এই নিয়ে দুই বড় রেকর্ড হাসিল করল কলকাতা মেট্রো। আগে দেশের প্রথম মেট্রো সিস্টেমের তকমা পায় কলকাতা, এরপর দেশের প্রথম জলের নীচে চলা মেট্রোর খেতাবও রইল সেই কলকাতা মেট্রোর কাছেই।

রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে যে, এক্ষুনি শুরু হচ্ছেনা বাণিজ্যিক পরিষেবা। এজন্য যাত্রীদের অপেক্ষা করতে হবে। কারণ আগামী ৬-৭ মাস ধরেই ট্রায়াল রান চলবে কলকাতা মেট্রোর। ট্রায়াল রান শেষ হলেই চলতি বছরের শেষ নাগাদ ডিসেম্বর মাস থেকে যাত্রী পরিবহন শুরু হতে চলেছে। যদিও নদীর তলদেশে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে এখনো কিছু দেরি হবে।