শহরবাসীর জন্য পুজোতে বড় উপহার! বিরাট সুখবর শোনাল কলকাতা মেট্রো

কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুকুট একের পর এক পালক জুড়তেই চলেছে। যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রো (MTP) আরো যেন আপগ্রেড হয়ে চলেছে। যাত্রীদের হয়রানি মেটাতে এবং আরো উন্নত পরিষেবা কীভাবে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করেই চলেছে কলকাতা মেট্রো। গঙ্গার তলায় মেট্রো পরিষেবা চলতি বছরের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি বছরের মধ্যেই গড়িয়া-রুবি রুটেও মেট্রো ছুটতে পারে বলে শোনা যাচ্ছে। সামনেই দুর্গাপুজো আসছে। আর এই পুজোর আগেই এল এক দারুণ সুখবর।

পুজোর মুখে আবারও একবার শিরোনামে উঠে এল মাঝেরহাটের নাম। জোকা-এসপ্ল্যানেড করিডোরের (পার্পল লাইন) মাঝেরহাট মেট্রো স্টেশনের নির্মাণ কাজ পুরোদমে চলছে। এই স্টেশনের কংক্রিটের কাজ প্রায় শেষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে স্টেশন ও প্ল্যাটফর্মের ছাদে স্ক্যাফোল্ডিং তৈরির কাজ চলছে, পাশাপাশি পিভিসি শিট দিয়ে ছাদ ঢেকে দেওয়ার কাজও জোরকদমে চলছে। কনকোর্স থেকে প্ল্যাটফর্ম এলাকা পর্যন্ত এসকেলেটর বসানোর কাজও পুরোদমে চলছে।

new garia metro

ছবি, পেইন্টিং ইত্যাদি দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজও শুরু হয়েছে। মেঝেটা গ্রানাইট দিয়ে ঢেকে দেওয়া হবে এবং এই কাজটিও প্রায় শেষের দিকে রয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এসব কাজ শেষ হবে।

এক রিপোর্ট বলছে, মাঝেরহাট মেট্রো স্টেশন চালুর ডেডলাইন ২০২৩ সালের অক্টোবর মাস হতে পারে। অর্থাৎ পুজোর আগে বা পরের মধ্যেই মাঝেরহাটের ওপর দিয়ে ছুটতে পারে মেট্রো। উল্লেখ্য, মাঝেরহাটের যারা নিত্যযাত্রী তাঁদের সোনায় সোহাগা হতে চলেছে। কারণ মেট্রো স্টেশনটি যেখানে তৈরি হচ্ছে সেখানেই গা ঘেঁষে রয়েছে মাঝেরহাট রেল স্টেশন। অর্থাৎ যারা লোকাল ট্রেন ও মেট্রোর আনন্দ নিতে চান তাঁরা ট্রেন থেকে নেমেই মেট্রোতে আবার মেট্রো থেকে নেমেই লোকাল ট্রেনে চড়তে পারবেন।