টেক্কা বিদেশকে! ৮৫টি অত্যাধুনিক-স্টাইলিশ রেক পাচ্ছে কোলকাতা মেট্রো, রূপ দেখে চোখ ধাঁধিয়ে যাবে

আরও আধুনিকা হচ্ছে কলকাতা (Kolkata)। খুব তাড়াতাড়ি কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেহারা বদলাতে চলেছে। বিলেতি মেট্রোর ধাঁচে আনন্দ নগরীতে ছুটবে অত্যন্ত আধুনিক মেট্রো রেক। বলা হচ্ছে যে প্রথম দর্শনে দেখে বোঝার উপায় থাকবে না যে এটা সত্যি ভারতীয় মেট্রো নাকি বিদেশের উন্নত কোনো শহরের মেট্রো রেল।

নতুন নতুন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে শহর জুড়ে। নতুন তৈরি হওয়া প্রতিটা স্টেশনে রয়েছে আধুনিক ব্যবস্থাপনা। ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে প্রাচীন নন এসি রেক। এখন সব রেক শীততাপ নিয়ন্ত্রিত। নতুন যে মেট্রো রেকগুলো নিয়ে আসা হবে সেগুলোতেও থাকবে ফুল এসি। জানা গিয়েছে, আগামী দিনে ৮৫ টি নতুন মেট্রো রেকের আমদানি হতে পারে কলকাতায়। যার জন্য খরচ হচ্ছে আনুমানিক ৬ হাজার কোটি টাকা।

kolkata metro new

খরচ যেমন ভালো হচ্ছে তেমনই পাওয়া যাবে ভালো প্রোডাকশন। মেট্রোর ভিতরে বাইরে থাকবে আধুনিক ফিচার। চেয়ে দেখার মতো হবে বিষয়টা। কামরার ভিতরে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতির কথা, কামরার গায়ে লেখা থাকবে মনীষীদের বিভিন্ন উক্তি। হয়তো টেরাকোটার নিদর্শনও দেখতে পাবেন যাত্রীরা।

mtp new

বদল আনা হবে রেকের হাতলে। থাকবে স্ট্যান্ডিং সিট। বিশেষ এই আসনের নীচে অনায়াসে রাখা যাবে মালপত্র। মেট্রোর মেঝের দিকে বিশেষ নজর দেবেন নির্মাতারা। যাত্রীর পা যাতে পিছলে না যায় সেজন্য করা হবে ব্যবস্থা। নিরাপত্তার জন্য বদলে ফেলা হতে পারে CCTV ক্যামেরার অবস্থা। দরকারে যাত্রীরা সরাসরি কথা বলতে পারবেন মোটর ম্যানের সঙ্গে।

mtp 2

মেট্রোর চেহারা হতে পারে অনেকটা বুলেট ট্রেনের মতো। সামনের সঙ্গে হতে পারে কিছুটা ছুঁচলো। যার ফলে হাওয়া কেটে আরও দ্রুত ছুটতে পারবে মেট্রো রেল। এখন কলকাতা মেট্রোর হাতে যে ৪৬টি রেক রয়েছে। আগামী দিনে আরো ৮৫ টি রেক হলে সংখ্যাটা বেড়ে হবে ১৩১। সব ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যে নতুন মেট্রো রেকের পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।