শ্রীলঙ্কা (Sri Lanka) আর পাকিস্তানের (Pakistan) আয়োজনে এবার এশিয়া কাপ (Asia Cup) খেলা হচ্ছে। যদিও, পাকিস্তান আয়োজক হলেও, বেশীরভাগ ম্যাচই শ্রীলঙ্কায় হচ্ছে। কারণ ভারতীয় দল (India national cricket team) পাকিস্তানে খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল বিসিসিআই (Board of Control for Cricket in India)। গ্রুপের কিছু ম্যাচ পাকিস্তানে হলেও, সুপার-৪ ম্যাচ সব কয়টিই হবে শ্রীলঙ্কায়। এবং ফাইনালও অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
তবে বর্তমানে সবথেকে বেশি চিন্তার বিষয় হল বৃষ্টি। ইতিমধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে খেলা গ্রুপের একটি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। জাড় জেরে দুই দলকেই এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, গতকাল নেপালের বিরুদ্ধে খেলা ভারতের ম্যাচেও বৃষ্টির ছায়া পড়েছিল। যার জেরে শেষে DL মেথডে খেলা সম্পন্ন হয় এবং ভারতীয় দল নেপালকে ১০ উইকেটে হারায়।
লাগাতার বৃষ্টির জেরে শ্রীলঙ্কাও বড় সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা ক্যান্ডি থেকে খেলা সরিয়ে নিয়েছে। এবার থেকে সুপার -৪ এর সব ম্যাচই হাম্বানটোটায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর হাম্বানটোটাতেই ভারত-পাকিস্তানের ম্যাচ হবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে, হাম্বানটোটাতেও যদি বৃষ্টি হয়, তাহলে কী হবে?
সূত্র মতে জানা গিয়েছে যে, হাম্বানটোটাতে বৃষ্টি হলে ভারত-পাকিস্তান দল বা দু’দেশের ক্রিকেট প্রেমীদের চিন্তার কোনও কারণ নেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সুপার-৪ ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে। এর মানে এই যে, ১০ তারিখ ম্যাচ বিঘ্নিত হলে পরের দিন ১১ তারিখ আবার সেখান থেকেই ম্যাচ শুরু হবে। এছাড়াও ফাইনাল ম্যাচটিও হাম্বানটোটাতেই রাখা হয়েছে। ফাইনালেও রিজার্ভ ডে থাকবে বলে জানা যাচ্ছে।