মিঠুনের নয়নের মণি! ডান্স বাংলা ডান্সের নাদুস নুদুস হাম্পটির আসল পরিচয় জানলে অবাক হবেন

বছরের পর বছর ধরে মানুষের মনে আলাদাই জায়গা করে নিয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। এবার প্রায় এক দশক পর এই শোয়ে প্রত্যাবর্তন হয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)।

বিচারক কে হবেন সেই চমক থেকে শুরু করে কোন কোন শিশু শিল্পী শো-টি হোস্ট করবে সেই নিয়ে সকলের উন্মাদনা একদম তুঙ্গে থাকে। এবারে ডান্স বাংলা ডান্স শোতে ‘হাম্পটি’ বলে একজনকে দেখা যাচ্ছে। বেশ গোলগাল, নাদুস নুদুস ‘হাম্পটি’ ইতিমধ্যে খুব সময়ের মধ্যেই সকলের মনে জায়গা করে নিয়েছে।

এই শো-তে বিচারকের আসনে থাকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে হাম্পটির বন্ডিং দেখে সকলেই বাহবা দিয়েছেন। কিন্তু আপনি কি জানেন যে এই হাম্পটির আসল পরিচয় কি? তাহলে সেটি জানতে আপনাকে চোখ রাখতে হবে এই প্রতিবেদনটিতে।

এই খুদে হাম্পটির নাচের ভক্ত সকলে। সকলে বেশ মজা নিয়েই হাম্পটির নাচ, অভিনয় উপভোগ করেন মানুষ। এমনকি অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে হাম্পটির খুনসুটি দেখে হেসে কুপোকাত হন সকলে। কার্যত বলতে গেলে একদম সেলিব্রিটি হয়ে উঠেছে সকলের প্রিয় এই হাম্পটি।

তবে অনেকেই হয়তো জানেন না যে এই ‘হাম্পটি’র আসন নাম হল আদর্শ দাস। কলকাতাতেই জন্ম তার। যদিও তাঁর বয়স কত সে সম্পর্কে এখব অবধি কিছু জানা যায়নি। কিন্তু সে বর্তমানে ফুগলার মতোই একদম সোশ্যাল মিডিয়ার সেনসেশ্যান হয়ে উঠেছে।

প্রসঙ্গত, এবারের বিচারক আসনে বসেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং দুই টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঞ্চালকের দায়িত্ব পালন করছেন অঙ্কুশ হাজরা। এসেছেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী পুজা ব্যানার্জীও।