ধারে কাছে টিকতে পারবে না কেউ! ধোনির স্ত্রী সাক্ষীর শিক্ষাগতা যোগ্যতা অবাক করবে আপনাকে

সাক্ষী ধোনি (Sakshi Dhoni) ও ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) লাভ স্টোরি যে কোনও সিনেমার গল্পকে হার মানাবে। তাঁরা দুজনেই যেন একেবারে মেড ফর ইচ আদার। বর্তমান সময়ে ক্রিকেটাররা যেমন শিরোনামে থাকেন, ঠিক তেমনই তাঁদের স্ত্রী রাও শিরোনামে উঠে আসেন। সে অনুষ্কা শর্মা হোক বা সাক্ষী ধোনি। সাক্ষী ধোনিও কিন্তু বিরাট জনপ্রিয় হয়ে উঠেছেন সাম্প্রতিক সময়ে। তাঁর শিক্ষাগত যোগ্যতা (Education) সম্পর্কে জানলে আপনারও চোখ কপালে উঠবে।

অনেকেই হয়তো জানেন না যে সাক্ষী ধোনি আসামের খাখাপানির একটি স্কুল থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা লাভ করেন। সেখানে তার সহপাঠী ছিলেন বলিউড অভিনেত্রী ও বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এরপর সাক্ষী দেরাদুনের বিখ্যাত ওয়েলহাম গার্লস স্কুল এবং রাঁচির জওহর বিদ্যা মন্দিরে পড়াশোনা করেছেন।

সাক্ষী সিং ধোনি ঔরঙ্গাবাদের ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে স্নাতক হন। অনেকেই হয়তো জানেন না যে তিনি কলকাতার তাজ বেঙ্গল হোটেল থেকে ইন্টার্নশিপ করেছেন। কাকতালীয়ভাবে এমএস ধোনির সঙ্গেও কিন্তু এখানেই দেখা হয় সাক্ষীর।

sakshi singh dhoni

সাক্ষী ধোনি ‘সাক্ষী রাওয়াত ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি অনাথদের সাহায্য করার জন্য কাজ করে। মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনি ২০১০ সালের ৪ জুলাই দেরাদুনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের প্রেমের গল্প বেশ আকর্ষণীয়। সাক্ষী স্কুলে এমএস ধোনির জুনিয়র ছিলেন কিন্তু তখন দুজনের মধ্যে কথা হয়নি। দুজনের বাবাও রাঁচিতে একে অপরের সহকর্মী ছিলেন। সাক্ষী যে হোটেলে ইন্টার্নশিপ করছিলেন সেখানে দুজনের প্রথম দেখা হয়েছিল। এরপর ধোনি তার ম্যানেজারের কাছে তার নম্বর জানতে চান।

আরও পড়ুনঃ পানশালা খুলে ব্যবসা করার অনুমতি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! এভাবে খুব সহজেই পেয়ে যান মদের লাইসেন্স

এমএস ধোনি যখন সাক্ষীকে মেসেজ করেছিলেন, তখন তিনি তাকে কৌতুক হিসাবে উপেক্ষা করেছিলেন। আসলে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে ধোনি নিজেই তাঁকে মেসেজ করেছেন। সত্য জানার পর দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। তারা একে অপরের সাথে প্রায় আড়াই বছর ডেট করেন। যদিও তারা তাদের সম্পর্ক একেবারে গোপন রাখেন। পরে পরিবারের সম্মতিতে দুজনেই বিয়ে করেন। সাক্ষী ও ধোনির একটি মেয়ে রয়েছে, যার নাম জিভা।