আম্বানির প্রিয় হলিডে রিসর্ট, এক রাতের ভাড়া দিয়ে কেনা যাবে বিলাসবহুল বাড়ি! কোথায় আছে জানেন?

তারা যাই করেন তাই শিরোনামে উঠে আসে। তিনি ভারতের সবথেকে ধনী ব্যক্তি। হ্যাঁ আজ কথা হচ্ছে রিলায়েন্স কর্তা, মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তার স্ত্রী নীতা আম্বানিকে (Nita Ambani) নিয়ে। মুকেশ আম্বানি ও তার পরিবার বরাবরই শিরোনামে থাকে। ল্যাভিস লাইফস্টাইল, ব্যবসা, কোটি টাকার বাড়ি, কয়েক কোটি টাকার সম্পত্তি..সবকিছু নিয়েই মানুষ চর্চা করে থাকেন। শুধু তাই নয়, আম্বানি পরিবারের প্রিয় হলিডে ডেস্টিনেশন কী সেটা নিয়েও মানুষের কৌতূহলের অন্ত নেই। আপনিও যদি আম্বানি পরিবারের প্রিয় হলিডে ডেস্টিনেশন সম্পর্কে জানতে উদগ্রীব হয়ে থাকেন তবে শুধুমাত্র এই প্রতিবেদনটি রইল আপনার জন্য।

আজ আমরা আপনাকে একটি বিলাসবহুল রিসোর্ট সম্পর্কে বলব, যা মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনিও যদি চান এখানে ঘুরতে যেতে তাহলে আপনাকে প্রথমেই তাঁদের প্রিয় হলিডে ডেস্টিনেশন ও যে রিসোর্টে তাঁরা থাকেন সেখানকার ভাড়া কত সে সম্পর্কে জানতে হবে। এই জায়গাটি ভারতে নয়, বিদেশে, যার এক রাতের ভাড়া লক্ষ লক্ষ টাকা। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির প্রিয় হলিডে রিসোর্টটি রয়েছে সুইস আল্পসে (Swiss Alps)।

এই সুন্দর রিসোর্টের নাম হল বুর্গেনস্টক রেসর (Bürgenstock Hotels & Resort Lake Lucerne)। এটি সেই জায়গা যেখানে ভারতের সবচেয়ে ধনী পরিবার ছুটি উদযাপন করতে আসে। যখনই আম্বানি পরিবার এখানে যায়, তারা এখানে আগে থেকেই রয়্যাল এবং প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করে থাকেন। এর রয়্যাল এবং প্রেসিডেন্সিয়াল স্যুটের মোট ভাড়া প্রায় ৬১ লক্ষ টাকা। ১৮৭৩ সালে নির্মিত, এই রিসোর্টটি বছরের পর বছর ধরে হলিউড সেলিব্রিটি এবং বিলিয়নিয়ার ব্যবসায়ীদের জন্য একটি হটস্পট হয়ে উঠেছে।

এই বিলাসবহুল রিসোর্টের একটি সাধারণ রুমের ভাড়াই প্রতিদিন প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে রয়েছে আরও অনেক কিছু ও সুযোগ-সুবিধা। আপনি জানলে অবাক হবেন, এই বিলাসবহুল রিসোর্টটিতে ১০টি বার, বেশ কয়েকটি রেস্তোঁরা এবং ইন-হাউস জাকুজির মতো ফিচারও রয়েছে। এই রিসোর্টটি লুসার্ন হ্রদের তীরে একটি পাহাড়ের উপর অবস্থিত।

resort

জানা গিয়েছে, করোনাকালে মুকেশ আম্বানি নীতা আম্বানি, আকাশ আম্বানি, ইশা আম্বানি, অনন্ত আম্বানি তাঁদের সন্তানদের নিয়ে এই রিসোর্টে থাকতে এসেছিলেন। সেই সময় আম্বানি পরিবার রয়্যাল ও প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করেছিল। এখানকার দিনপ্রতি নাকি ভাড়া ছিল ৬১ লক্ষ টাকা। বলা হয়, আম্বানি পরিবার তখন করোনা থেকে নিজেদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করে এখানে থাকতে এসেছিলেন।