ক্রিকেট অতীত, এবার শিল্পপতির ভূমিকায় একপ্রকার সকলের সামনে আত্মপ্রকাশ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্পেনের মাদ্রিদে এক আলাদা রূপেই মানুষ সৌরভকে দেখেছেন মানুষ। আর সৌরভের এই নয়া রূপ দেখে ‘থ’ হয়ে গিয়েছেন অনেকেই। কেউ কেউ সৌরভের প্রশংসা করছেন, আবার কেউ কেউ সৌরভের এই নয়া শিল্পপতির রূপ মেনে নিতে পারছেন না।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) মেদিনীপুরে একটি ইস্পাত কারখানা নির্মাণ করবেন বলে গতকাল শুক্রবার স্পেনের মাদ্রিদ থেকে ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সফরে তাঁর সঙ্গে স্পেনে গিয়েছেন বাংলার ‘মহারাজ’। আর এই স্পেনে গিয়েই সৌরভ ঘোষণা করেছেন, এবার তিনি বাংলার মেদিনীপুরে ইস্পাত কারখানা নির্মাণ করতে যাচ্ছেন।
তিনি জানান, ‘আমি শুধু খেলছি না, মেদিনীপুরে একটি নতুন ইস্পাত কারখানা তৈরি করছি।‘ তবে আপনি কি জানেন যে এটিই সৌরভের প্রথম কারখানা নয়? তাঁর আরও দু’দুটি কারখানা রয়েছে? শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এটাই কিন্তু সত্যি। আর এই কথাটি সৌরভ নিজের মুখে স্বীকার করে নিয়েছেন। মেদিনীপুর প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ জানান, ‘এটি আমার তৃতীয় কারখানা।‘ তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারখানাটি নির্মাণে তাঁকে অনেক সাহায্য করেছেন, যা আগামী ছয় মাসের মধ্যে তৈরি হবে। দুর্গাপুর এবং পাটনার পরে কেন তিনি তাঁর তৃতীয় কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তাও তিনি ব্যাখ্যা করেছিলেন।
তিনি বলেন, ‘বাংলা এই মুহূর্তে রাজনৈতিকভাবে স্থিতিশীল। শুধু তাই নয়, বাংলার শাসন ব্যবস্থায় সরকার শিল্পকে সবভাবে সাহায্য করে। রাজ্য সরকারের ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপও রয়েছে। ২০০৭ থেকে আমি আর আমার এক বন্ধু এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। প্রথমে আসানসোল, তার পর পাটনাতে কারখানা গড়ে তুলেছি। আর এবার শালবনীতে শুরু হবে তৃতীয় প্রজেক্ট। আপনারা হয়তো জানতেন না। আসলে আমি খেলে বেড়াতাম। আমার বন্ধুই সব দেখত।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সৌরভ আরও বলেন, ইতিমধ্যেই এই প্রকল্প ছাড়পত্র পেয়েছি। সমস্ত রকম অনুমতি হয়ে গেছে। কনস্ট্রাকশন করতে ছয় মাসের মতো সময় লাগবে। প্রথমে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। প্রায় ৬০০০ লোক কাজ পাবেন। পরে আরও ৫০ শতাংশ লোক কাজের সুযোগ পাবে।”