নতুন প্রকল্পে জন প্রতি ১ লাখ ২০ হাজার টাকা দেবে রাজ্য! এভাবে আবেদন করে তুলুন ফায়দা

এবার পশ্চিমবঙ্গের (West Bengal) সাধারণ জনসাধারণের জন্য দারুণ খবর নিয়ে হাজির হয়েছি আমরা। মাত্র কয়েকদিন আগেই সরকার রাজ্যের মানুষদের জন্য বাংলা আবাস যোজনার ঘোষণা করে। সেখানে প্রতিজনকে 1 লক্ষ 20 হাজার টাকা করে দেওয়া হবে বলে জানায় বাংলা সরকার। গ্রামগঞ্জ থেকে পৌর এলাকা, সমস্ত জায়গার মানুষই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করে রাজ্য সরকার। যাদের বাড়ি নেই, তাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প নিয়ে আসা হয়। তাই যাদের বাড়ি নেই তারা এই প্রকল্পের ফলে দারুণ উপকৃত হবেন।
জানা যাচ্ছে যে, এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন 50 লক্ষ মানুষ। আবেদনকারী প্রত্যেককেই ঘরের ব্যবস্থা করে দেবে সরকার। শুধু তাই নয়, আগেরবার যারা আবেদন করতে পারেননি তারাও এবার আবেদন করে এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারেন। কিন্তু কীভাবে আবেদন করবেন, আর কোথায় আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো এই প্রতিবেদনে।
কারা পাবেন এই সুবিধা : গরীব এবং সাধারণ মানুষ যাদের আর্থিক সমস্যা রয়েছে তারাই এই সুবিধা পেতে পারেন। যাদের বাড়িঘর করতে সমস্যা রয়েছে মূলত তারাই এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন।
কত টাকা দেবে সরকার : বাংলা আবাস যোজনাতে আবেদন করলে 1 লক্ষ 20 হাজার টাকা দিতে চলেছে সরকার। এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
আবেদন করার জন্য কী শর্ত রয়েছে :
1. একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করতে পারেন।
2. যিনি আবেদন করবেন তার মোট বার্ষিক আয় দরিদ্র সীমার নিচে থাকতে হবে।
3. পূর্বে এই প্রকল্পের সুবিধা উপভোগকারীরা নতুন করে আর আর এখানে টাকা পাবেন না।
4. আবেদনকারীর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না থাকলে বানিয়ে নিতে হবে।
আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস এর প্রয়োজন : আবেদন করার জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, পাসপোর্ট সাইজের ফটোকপি এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন : আবেদন করতে চাইলে আপনাদের যেতে হবে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে। সেখানে গিয়ে ফর্ম নিয়ে সেটিকে ফিলাপ করে তার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জুড়ে দিতে হবে। এরপর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা দিলেই আপনার কাজ শেষ। পঞ্চায়েত এর আধিকারিকরাই আপনার সাথে যোগাযোগ করে আপনার বাড়ি পরিদর্শন করে জানাবে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা।