আইসিসি ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup) পাকিস্তানের (Pakistan) বিপক্ষে এক উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে পাকিস্তান ২৭১ রানের লক্ষ্য দিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে অর্জন করে প্রত্যাশিত লক্ষ্য। এক সময় দক্ষিণ আফ্রিকা পরাজয়ের শঙ্কায় থাকলেও কেশব মহারাজ (Keshav Maharaj) ও তাবরীশ শামসি আশা হারাননি। মহারাজ ২১ বলে ৭ রান এবং শামসি ৬ বলে ৪ রান করেন। দু’জনই অপরাজিত ভাবে মাঠ থেকে ফিরেছেন। ভারতীয় বংশোদ্ভূত মহারাজ মহাম্মদ নওয়াজের বিরুদ্ধে বাউন্ডারি মেরে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন।
পাকিস্তানকে হারানোর পর স্পিনার মহারাজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যা ক্রমশ ভাইরাল হচ্ছে। কেশব মহারাজ বজরং বলির ভক্ত। ইনস্টাগ্রামে নিজের এবং সহ খেলোয়াড়দের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি। ছেলেরা কী দারুণ ভাবে জয় লাভ করল। শামসি এবং এইডেন মার্করামের পারফরম্যান্স দেখে দারুণ লাগলো। জয় শ্রী হনুমান।’
View this post on Instagram
ম্যাচ সেরা শামসি ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন ৪ উইকেট। বাবর আজম (৫০), ইফতিখার আহমেদ (২১), সৌদ শাকিল (৫২) ও শাহিন আফ্রিদিকে (২) আউট করেন তিনি। মহারাজ ৯ ওভারে ৫৬ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। একই সময়ে ৯৩ বলে ৯১ রান করেন মার্করাম। ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুটি অর্ধশত রানের জুটি গড়েন মার্করাম। তৃতীয় উইকেটে রাসি ভ্যান ডার ডুসেনের (২১) সঙ্গে ৫৪ ও ডেভিড মিলারের (২৯) সঙ্গে পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়েন মার্করাম।
ছয় ম্যাচে এটি দক্ষিণ আফ্রিকার পঞ্চম জয়। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচে পরাজয়ের সম্মুখীন পাকিস্তান। চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাবর আজমের নেতৃত্বে থাকা দল। সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে পাকিস্তান।