ক্যান্সার বিক্রিতে না! ৯ কোটি টাকার তামাকের বিজ্ঞাপন ফিরিয়ে শাহরুখদের মুখে থুতু কার্তিক আরিয়ানের

বলিউডে খ্যাতনামা অভিনেতারা যা করে দেখাতে পারেননি সেটাই করে দেখাচ্ছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ফিল্মি ব্যাকগ্রাউন্ড তো দূরের কথা তিনি একেবারে বাইরে থেকে এসে রাজ করছেন বলিউডে। যেখানে সুপারস্টার আমিরের সিনেমা ফ্লপ হয় সেখানে কার্তিক আরিয়ানের দৌলতে ভালই কামিয়েছে ভুল ভুলাইয়া-২।
তাবড় তাবড় সব সুপারস্টাররা যা পারেনি সেটাই করে দেখিয়েছেন কার্তিক আরিয়ান। শুধু সিনেমা নয় এবার তিনি যা করেছেন সেটা করার সাহস নেই খোদ শাহরুখ খানেরও। জনপ্রিয় এক পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন কার্তিক। ৯ কোটি টাকার অতি লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
এক বিজ্ঞাপন নির্মাতা নিজেই কার্তিকের প্রস্তাব ফেরানোর খবরে শিলমোহর দিয়েছেন। কোনো কম অংকের নয়, একেবারে ৮-৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন এক দফায়। কিন্তু তাও না করে দিয়েছেন কার্তিক আরিয়ান। আর এই খবর সামনে আসতেই লজ্জায় মুখ পুড়েছে শাহরুখ খান সহ অক্ষয় কুমার সহ অন্যান্য অভিনেতাদের।
সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই বিজ্ঞাপন নির্মাতা সংবাদ মাধ্যমকে জানান যে, কার্তিকের সম্ভবত কিছু নীতি রয়েছে যেগুলো তিনি লঙ্ঘন করেন না। নয়তো এই বিপুল অঙ্কের টাকা ফেরানো সহজ নয়। এদিকে বলিউডে কার্তিকের জনপ্রিয়তা বাড়তে থাকায় নিজেকে তরুণ প্রজন্মের আইকন হিসাবে গড়ে তোলা কার্তিক আরিয়ান নিজের দায়িত্ব নিয়ে খুবই সচেতন।
এছাড়া এই খবর সামনে আসতেই কার্তিকের প্রশংসায় ফেটে পড়ে নেটিজেনরা। বলিউডের সিনিয়র অভিনেতারা যতই তরুণ প্রজন্মকে পথভ্রষ্ট করুন না কেন বলিউডের তরুণ প্রজন্ম তরুণদের ঠিক পথেই নিয়ে যেতে চাইছেন। মাত্র কয়েক বছর বলিউডে থেকেই নিজের দায়িত্ব খুব ভালো করে বুঝে গিয়েছেন কার্তিক আরিয়ান।
এর আগে ঠিক একই পদক্ষেপ নিয়েছিলেন দক্ষিণ ভারতের অভিনেতারা। কোটি কোটি টাকার বিজ্ঞাপন তারা হেলায় ফিরিয়ে দিয়ে বাহবা কুড়িয়েছিলেন। পান মশলা বা মদের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ব্যাপক নজির গড়েছেন তারা। এবার সেই একই পথে হেঁটেছেন কার্তিক আরিয়ান।