একাধিক হিট সিনেমা, দুর্দান্ত অভিনয়ে ফেলেছেন সারা! অকালেই ঝরল প্রাণ! প্রয়াত বিখ্যাত শিল্পী

আবারও বিনোদন জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রয়াত হলেন আরও এক বিখ্যাত অভিনেতা। মাত্র ৬৬ বছরেই ঝরে গেল প্রাণ। একের পর এক অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পীর মৃত্যু সাম্প্রতিক সময়ে সকলকে ধাক্কা দিচ্ছে। এক কথায় বলতে গেলে, চলতি বছরটা মোটেই ভালো কাটছে না বিনোদন জগতের ক্ষেত্রে। আবারও এক জনপ্রিয় অভিনেতার প্রাণ চলে গেল।

জানা গিয়েছে, এবার জনপ্রিয় ও কৌতুক অভিনেতা আর এস শিবাজি (R S Shivaji) শনিবার সকালে প্রয়াত হয়েহচেন। তিনি আজ চেন্নাইয়ে মারা যান। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। শিবাজী অভিনেতা ও প্রযোজক এম আর সান্থানামের পুত্র এবং অভিনেতা ও পরিচালক সান্থনা ভারতীর ভাই ছিলেন।

মাইকেল মাদানা কামা রাজন, বিক্রম, সত্য এবং আনবে শিবমের মতো  বহু সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। অভিনেতার এহেন আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে রমেশ বালা৷ তিনি এক টুইট বার্তায় তিনি লেখেন, জনপ্রিয় তামিল কমেডি অভিনেতা আরএস শিবাজি আজ সকালে চেন্নাইতে মারা গেছেন, তাঁর আত্মার শান্তি হোক৷

shivaji

আরএস শিবাজীকে শেষবার সাই পল্লবীর গার্গী এবং সুরিয়ার ‘সুররাই পোতরু’ ছবিতে দেখা গিয়েছিল। তার কর্মজীবন জুড়ে, শিবাজী প্রখ্যাত অভিনেতা কমল হাসান এবং তার সম্মানিত প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনালের সাথে একটি শক্তিশালী এবং স্থায়ী সহযোগিতা প্রতিষ্ঠা করেছিলেন। এই অংশীদারিত্বের ফলে অসংখ্য তামিল সিনেমার প্রচেষ্টা সফলভাবে তৈরি হয়েছিল।

মেগাস্টার কমল হাসানের সাথে আরএস শিবাজীর সম্পর্কের ফলে বিক্রম (১৯৮৬), সত্য এবং মাইকেল মাদানা কামা রাজন সহ বেশ কয়েকটি আইকনিক ছবিতে তাদের চমকপ্রদ অভিনয় দক্ষতা তৈরি হয়েছিল।