শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য দারুণ খবর, একগুচ্ছ ট্রেনের ঘোষণা করল রেল! রইল তালিকা

রাত পোহালেই কালীপুজো, দীপাবলি। দেশজুড়ে এখন খুশির আমেজ। দুর্গাপুজোর পর আরও এক উৎসবের জন্য সকলের ব্যস্ততা একপ্রকার তুঙ্গে রয়েছে। সকলের মধ্যেই বলা ভালো খুশি খুশি আমেজ রয়েছে। এদিকে এই উৎসব পার্বনের সময়ে মানুষের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে ভারতীয় রেল (Indian Railways)। যে কারণে মুখে হাসি ফুটেছে সাধারণ রেল যাত্রীদের।

   

কালীপুজো, দীপাবলি, ছট পুজো উপলক্ষে প্রতিনিয়ত বিশেষ ট্রেনের ঘোষণা করছে রেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। বিশেষ করে আপনিও যদি শিয়ালদহ (Sealdah) ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য পোয়া বারো। ভারতীয় রেল এমন এক ঘোষণা করেছে যা শুনে আপনিও একপ্রকার খুশিতে লাফিয়ে উঠবেন। বিস্তারিত জানতে পড়ে নিন এই প্রতিবেদনটি।

আপনিও যদি শিয়ালদহ ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনি শুনলে খুশি হবেন, কালীপুজোতে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই কালীপুজোয় শিয়ালদহ ডিভিশনে মোট ৯টি স্পেশাল লোকাল ট্রেন চলবে। এদিকে রেলের এহেন ঘোষণার পর থেকেই বেজায় খুশি নিত্যযাত্রীরা। আসুন জেনে নিন কোন কোন ট্রেন চলবে এবং কখন চলবে?

পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ রুটে একজোড়া স্পেশাল ট্রেন চলবে।  শিয়ালদহ থেকে বারাসতের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে রাত ১২ টা ১০ মিনিটে। অন্যদিকে বারাসত থেকে রাত ১ টা ১০ মিনিটে ছাড়বে একটি ট্রেন। এছাড়া শিয়ালদহ-রানাঘাট লাইনেও একজোড়া কালীপুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে বলে ঘোষণা করেছে পূর্ব রেল। একটি ট্রেন রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।

sealdah train

অন্যদিকে রানাঘাট থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১১ টা ৪৫ মিনিটে। উল্লেখ্য, এই লোকাল ট্রেনটি নৈহাটির উপর দিয়ে যাবে। আর নৈহাটিতে বড়মার পুজো বিশ্ব বিখ্যাত। এদিকে কালীপুজোর সময়ে শিয়ালদহ-বারুইপুর লাইনে তিনটি স্পেশাল ট্রেন চালানো হবে। একটি ট্রেন বিকেল ৫ টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। অপর স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত ১২ টা ৩০ মিনিটে। আর বারুইপুর থেকে রাত ১ টা ২৫ মিনিটে স্পেশাল ট্রেন ছাড়বে।