জোড়া সাইক্লোন, আবহাওয়ার ব্যাপক মুড বদল! পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাবে কালবৈশাখী

দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কালবৈশাখীর কারণে বাগে এসেছে তপ্ত গ্রীষ্ম। যদিও কলকাতা (Kolkata) এবং সংলগ্ন শহরতলিতে সেই প্রভাব পড়েনি এখনো। কিন্তু খুবই শীঘ্র কলকাতাতেও শুরু হবে কালবৈশাখী। আর তার প্রভাবে তাপমাত্রার পারদ কিছুটা নামবে কয়েকদিনের জন্য।

বিভিন্ন আবহাওয়া সিস্টেমের মধ্যে মিথোস্ক্রিয়া হতে চলেছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশের উপর একটি ডাবল সাইক্লোনিক সঞ্চালন তৈরি হতে পারে। এই দুটি সিস্টেমের কারণে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিশারদরা জানাচ্ছেন যে, আরব সাগরের সাথে সাথে বঙ্গোপসাগরের ওপরও আর্দ্রতা বাড়ার কারণে উভয় সিস্টেমই আরও শক্তিশালী হয়ে যাবে। অন্যদিকে হিমালয়ের পশ্চিমাংশ থেকে সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। এবার এইসবকিছু একত্রে আসতে চলেছে। আগামী ১৩ থেকে ১৮ মার্চ সারাদেশের আবহাওয়াতে বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

weather low pressure

আপাতত আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু আগামী মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। রাজ্যের পশ্চিমদিকের জেলাগুলোতে কিছুটা মেঘলা আকাশ থাকবে। বুধবার থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।

এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭ ডিগ্রি সেলসিয়াসে
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩ ডিগ্রী সেলসিয়াস
আপেক্ষিক আর্দ্রতা : ৬০%
আকাশ : আংশিক মেঘলা
বৃষ্টির সম্ভাবনা : আগামী শনি রবিবার থেকে বৃষ্টি চলতে পারে, এখন কোনো সম্ভাবনা নেই

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button