আপনিও কি চাকরি খুঁজছেন? ভালো চাকরির খোঁজে হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? আপনিও কি মহিলা? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ভালো চাকরির খোঁজে হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘোরার দিন শেষ হতে চলেছে আপনার। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) একাধিক পদে শুরু হল নিয়োগ (Recruitment)। কোন পদে নিয়োগ শুরু হল? কী কী যোগ্যতা প্রয়োজন? বেতনই বা কত সেসব জানতে ইচ্ছুক? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পরে ফেলুন এই প্রতিবেদনটি। কারণ বেশি দিন কিন্তু আর নেই, দ্রুত শেষ হয়ে যাবে আবেদনের প্রক্রিয়া। আপনিও যদি বিশেষ করে মুর্শিদাবাদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। সুযোগটা হাতছাড়া হতে দেবেন না কিন্তু। তাহলে ক্ষতি কিন্তু হবে আপনারই।
এবার বিপুল আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। জানা গিয়েছে, মুর্শিদাবাদ আশা কর্মী নিয়োগ ২০২৩ এর সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট। মুর্শিদাবাদের অনেক মহিলা প্রার্থী নতুন আবেদনের জন্য অপেক্ষা করছিলেন এতদিন ধরে। এবার তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
মুর্শিদাবাদ মহকুমা অফিস মুর্শিদাবাদ জেলার একটি ব্লকে ৪৬৭টি আশা শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিবাহিত মহিলাদের জন্য এটি দারুণ সুসংবাদ। তারা সহজেই ফর্ম পূরণ করতে পারেন এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা দিতে পারেন। প্রশাসন সূত্রে খবর, বহরমপুর, কান্দি, জঙ্গিপুর, লালবাগ ও ডোমকল মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিয়োগ হবে। বিশেষ করে বলা হয়েছে, শুধুমাত্র বিবাহিতা/ বিধবা/ বিবাহবিচ্ছেদ হয়েছে, এমন মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হওয়া দরকার। শুধুমাত্র অনলাইনে একমাত্র আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। ইচ্ছুক প্রার্থীকে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে অর্থাৎ www.murahidabad.nic.in এবং https://asha.recruitmentmurshidabad.in- ওয়েবসাইটে প্রথমে ঢুকতে হবে। এরপর ঢুকে Home page থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। এরপর সেখানে একটি বিজ্ঞপ্তি ফুটে উঠবে স্ক্রিনে। এরপর সেখানে যা যা জরুরি সেগুলি লেখা থাকবে। ফলে আর দেরী কেন করছেন, আজই আবেদন করে ফেলুন।