তার রূপের সামনে ফেল বড়বড় অভিনেত্রীরাও, চিনে নিন টলিউডের নায়িকা যীশু সেনগুপ্তর মেয়েকে

যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) আজ ইন্ডাস্ট্রির এক বিখ্যাত এবং অভিজ্ঞ অভিনেতা। সারাদেশের মানুষ আজ তাকে চেনে। তার মতো ভার্সাটাইল অভিনেতা খুব কমই রয়েছেন। কিন্তু জানেন কি যে, শুধু তিনি একা নন, তার পুরো পরিবার অভিনয়ের সাথে যুক্ত। তার স্ত্রীও অভিনয় করেছেন। আর এবার টলিপাড়ায় নেমেছেন যিশুর মেয়ে।
সারা সেনগুপ্ত (Sara Sengupta) সদ্যই অভিনয় জীবনে পা দিয়েছেন। না, এখন পা দিয়েছেন বলে ভুল বলা হয়। কারণ সারা বেশ ছোট বয়স থেকেই অভিনয় করছেন। সৃজিত মুখার্জীর ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। এদিকে এত কমবয়সে অভিনয় জগতে পা রাখার মতো সাফল্য হাসিল করায় খুবই খুশি যিশু সেনগুপ্ত।
আজকাল যিশুর মেয়ের হাজার হাজার ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। তিনি নিজের জীবনের নানা বিষয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। যদিও অভিনয় শুরু করেছেন, তবে এখন পড়াশোনার ওপর মনোনিবেশ করেছেন তিনি। যদিও সৃজিত মুখার্জীর ‘উমা’ ছবির পর থেকে তার বেশ সুনাম হয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ‘উমা’তে তাকে যেমন ছোট্টটি দেখা গেছিল এখন কিন্তু তফাতেই বেশ বড় হয়ে গিয়েছেন ছোট্ট সারা। কিশোরী বয়স থেকে ধীরে ধীরে যুবতী হওয়ার দিকে পা বাড়িয়েছেন। আর বেশ আকর্ষণীয় হয়ে ওঠছেন তিনি।
যদিও যিশু এবং নীলাঞ্জনা (যিশুর স্ত্রী) কেওই চান না যে, তিনি ছোটবেলা থেকে অভিনয় জগতে পা দেন। তবে পরিচালক সৃজিত মুখার্জীর অভিনয় প্রস্তাব তারা ফেরাতে পারেননি তারা। এছাড়া চিত্রনাট্যও বেশ পছন্দ হয়ে যায় তাদের। যদিও এখন পড়াশোনা করছেন সারা, তবে ভক্তদের বিশ্বাস যে, পরবর্তী সময়ে টলিউডের গ্ল্যামারাস দুনিয়ায় পা রাখবেন তিনি।