বিনামূল্যে ৪০ জিবি ইন্টারনেট দিচ্ছে Jio, সুবিধা নিতে আজই করুন এই কাজ

চলতি মাসের শেষের থেকেই শুরু হচ্ছে আইপিএল (Indian Premier League)। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে IPL। এবছর আবার জিওর (Jio) তরফেই শুরু হবে সম্প্রচার। আর তার আগে জিও তিনটি বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে হাজির। ব্যবহারকারীদের জন্য তিন তিনটি রিচার্জ প্ল্যান ঘোষণা করা হয়েছে।

এই তিন প্ল্যানে আপনি কোনো বাধা ছাড়া অফুরন্ত ডেটা পাবেন। স্মার্টফোনে ক্রিকেট দেখার জন্যই এমন অফার এনেছে জিও। নিম্নে যে প্ল্যানগুলোর সম্পর্কে জানাচ্ছি সেগুলোর প্রতিটিতে ৩জিবি করে ডেটা পাবেন। সাথে রয়েছে ফ্রি ডেটা।

১) ২১৯ টাকার প্ল্যান : এটি সবচেযে সস্তার প্ল্যান। ২১৯ টাকার প্ল্যানে আপনি ১৪ দিনের বৈধতা পাবেন। সাথে প্রত্যহ মিলবে ৩জিবি ডেটা। রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশন। এছাড়া অতিরিক্ত ২জিবি ডেটা পাবেন আপনি।

jio 5g in india launch date bands cities plans sim speed and more

২) ৩৯৯ টাকার প্ল্যান : এখানে সমস্ত সুবিধা ২১৯ টাকার প্ল্যানের মতোই। কিন্তু ৩৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অতিরিক্ত ৬ জিবি ডেটা পাবেন আপনি।

৩) ৯৯৯ টাকার প্ল্যান : উপরোক্ত সমস্ত সুবিধাই দিচ্ছে জিও। সাথে বিনামূল্যে ৪০ জিবি ডেটাও উপলব্ধ। ৯৯৯ টাকার প্ল্যানে মিলবে ৮৪ দিনের বৈধতা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button