আপনারও কি Jio-র সিম (Sim Card) আছে? বা নতুন সিম কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ অপেক্ষা করছে। আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই আগামী ১৫ আগস্ট গোটা দেশ স্বাধীনতা দিবসের (Indian Independence Day) উদযাপনের আনন্দে মেতে উঠবে। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক টেলিকম সংস্থাগুলি দারুণ দারুণ কিছু অফার এনে সকলকে চমকে দিচ্ছে।
এহেন অবস্থায় পিছিয়ে নেই কিন্তু মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি রিলায়েন্স জিও। Jio তার গ্রাহকদের জন্য স্বাধীনতা দিবসের বিশেষ এক অফার নিয়ে এসেছে। সেটি হল, জিওর বার্ষিক রিচার্জ প্ল্যান। জিওর এই প্ল্যানের দাম ২,৯৯৯ টাকা। এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান।
অনেক গ্রাহকই আছেন যারা মাসে মাসে রিচার্জ করার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে বার্ষিক প্ল্যান খোঁজেন। তেমনই গ্রাহকদের জন্য এক দুর্দান্ত প্ল্যান এনেছে Jio। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস এবং মোবাইল ডেটা পাওয়া যাবে। জিওর বার্ষিক প্রিপেইড প্ল্যান ২,৯৯৯ টাকা এবং এই প্ল্যানের মাসিক খরচ ২৫০ টাকারও কম। এছাড়াও, গ্রাহকরা এই প্ল্যানে 5G ডেটা পেয়ে যাবেন।
Jio-র এই ২,৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১২ মাস। অর্থাৎ আপনার সিম পুরো ৩৬৫ দিন সক্রিয় থাকবে। এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ আপনি বছরে প্রায় ৯১২.৫ জিবি ডেটা পাবেন। প্রতিদিন ইন্টারনেট ডেটা পাওয়া শেষ হওয়ার পর স্পিড কমে যাবে ৬৪ কেবিপিএসে।
আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার ‘পাকিস্তান” লেখা জার্সি পরবে টিম ইন্ডিয়া! প্রকাশ্যে এল এর পিছনের কারণ
জিও এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ পাবেন আপনি। এছাড়াও রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হচ্ছে। এতে জিও গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল করতে পাবেন। এর পাশাপাশি গ্রাহকরা লোকাল, এসটিডি ও রোমিং কলের সেবাও পাবেন। আপনি যদি এই প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বলেন তবে এই প্ল্যানে আপনি জিওটিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিওক্লাউড সহ জিও অ্যাপ্লিকেশনগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন।