একধাক্কায় রিচার্জের দাম ১০০ টাকা বাড়াল Jio, মাথায় বাজ গ্রাহকদের

সদ্যই রিলায়েন্স জিওর (Jio) তরফে নতুন ঘোষণা এসেছে। টেলিকম সংস্থাটি জানিয়ে দিয়েছে যে, তারা রিচার্জ প্ল্যানের দাম ১০০ টাকা বাড়াচ্ছে। ১৯৯ টাকার পরিবর্তে ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে গ্রাহকদের। ফলে মোবাইল রিচার্জের পিছনে বেশী খরচ করতে হবে গ্রাহকদের।

আসলে জিও তাদের এন্ট্রি লেভেল রিচার্জের দাম বাড়িয়েছে কিছুটা। এইতো গত সপ্তাহেই জিও তাদের পোর্টফোলিওতে নতুন প্ল্যান যোগ করার ঘোষণা করেছিল । কিন্তু এন্ট্রি লেভেল প্ল্যান যেমন ছিল সেই নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু এবার প্ল্যানের দাম বাড়ানোয় ধাক্কা খেলেন গ্রাহকরা।

jio

এই দাম বাড়ানো হয়েছে জিও পোস্টপেড রিচার্জের ক্ষেত্রে। আপনি এখানে প্রতি মাসে ১৯৯ টাকার পরিবর্তে পেয়ে যাবেন ২৫ জিবি ডেটা। সাথে মিলবে ১০০ টি এসএমএস পেয়ে যাবেন। এবার ব্যাবহারকারীদের ন্যূনতম প্ল্যানের জন্যও ১০০ টাকা বেশী দিতে হবে। শুধু তাই না, এবার থেকে নতুন ব্যবহারকারীদের তার সাথে ৯৯ টাকার অ্যাক্টিভেশন ফিও দিতে হবে।

দাম ১০০ টাকা বাড়ানোর কারণে পুরনো প্ল্যানের তুলনায় 5 জিবি বেশি ডেটা দিচ্ছে জিও। অন্যান্য সমস্ত কিছুই এক থাকছে। এছাড়া এই প্ল্যানে মিলবে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud এর সাবস্ক্রিপশন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button