দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে গ্রাহকদের আকর্ষণ করতে বহু কোম্পানির তরফ থেকে ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। সেইসঙ্গে একের পর এক ই কমার্স সংস্থায় চলছে ফেস্টিভ সেল। অন্যদিকে টেলিকম সংস্থাগুলিও কিন্তু পিছিয়ে নেই। দেশের বড় বড় কিছু টেলিকম সংস্থা যেমন ভোডাফোন, ভারতী এয়ারটেল (Bharti Airtel), বিএসএনএল, রিলায়েন্স Jio-ও কিন্তু পিছিয়ে নেই। নিজেদের এবং অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহক জন্য দুর্দান্ত কিছু রিচার্জ প্ল্যান অফার করছে সংস্থাগুলো। রিলায়েন্স জিও দেশের এক নম্বর টেলিকম সংস্থা। জিও-র ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে, সংস্থাটি তার ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে সময়ে সময়ে কিছু অফার্স নিয়ে আসে।
আপনিও যদি জিওর গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি দারুণ চমক। জিও তার রিচার্জ প্ল্যানের তালিকায় একটি দুর্দান্ত প্ল্যান যুক্ত করেছে। এই প্ল্যানে জিও দিওয়ালি অফারের আওতায় গ্রাহকদের 900GB ডেটা দিচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি।
জিওর অনেক ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে। উৎসবের মরসুমে যদি আপনার ডেটা ব্যবহার বেড়ে যায়, তাহলে চিন্তার কিছু নেই। জিও-র তালিকায় এমন একটি প্ল্যান রয়েছে যেখানে আপনি ৯০০ জিবির বেশি ডেটা পেয়ে যাবেন। আমরা জিওর যে রিচার্জ প্ল্যানের কথা বলছি তার মূল্য ২৯৯৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। অর্থাৎ একবার এই প্ল্যান নিলে সারা বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন। এই প্ল্যানে গ্রহিকর প্রতিদিন 2.5GB ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন।
এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা ৩৬৫ দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং-এর সুবিধা পাবেন। এছাড়া এই প্যাকটিতে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। পাশাপাশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যায় এই প্ল্যানে।
Reliance Jio আপনাকে বিনামূল্যে জিও সিনেমার সাবস্ক্রিপশন দেয়। জিও-র এই বার্ষিক প্ল্যানে পাওয়া দীপাবলি অফারগুলির কথা বলতে গেলে, গ্রাহকরা ২৩ দিনের অতিরিক্ত বৈধতা পাবেন। এইভাবে, আপনি এতে মোট ৩৮৮ দিনের বৈধতা পাবেন। অতিরিক্ত মেয়াদে বিনামূল্যে কলিং, ডেটা এবং এসএমএস সুবিধাও পাবেন।