ভোডাফোন-আইডিয়া, এয়ারটেলকে (BHARTI AIRTEL) টেক্কা দিয়ে বাজারে টিকে রয়েছে রিলায়েন্স জিও (Jio)। নিজেদের গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে প্রায়শই একের পর এক দারুণ প্ল্যানের ঘোষণা করে জিও।
এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আপনারও কি জিও-র সিম আছে? আপনিও কি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ দেখতে ভালোবাসেন? তাহলে গোটা বিষয়টি ঠিক কী তা জানতে এখুনই পড়ে নিন এই প্রতিবেদনটি। জিও-র বর্তমান এই বিশেষ অফারটি পেতে আপনাকে ১০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। আর এটা করলেই আপনি ৬টি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ দেখতে পারবেন।
রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য প্রচুর নতুন প্ল্যান নিয়ে আসছে। বর্তমানে জিও-র একটি প্ল্যান বেশ লাইমলাইটে উঠে এসেছে। অনেকেই হয়তো জানেন যে জিও ফাইবারের বেসিক পোস্টপেইড প্ল্যানটির মূল্য হল ৩৯৯ টাকা।
ওই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ৩০mbps স্পিডের ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। এছাড়া আনলিমিটেড কলিং-এরও সুবিধা পাবেন এই প্ল্যানে। কিন্তু বাকি কোনো পরিষেবা পাবেন না। তবে এই প্ল্যানটির পরিবর্তে আপনি যদি আর মাত্র ১০০ টাকা বেশি অর্থাৎ ৪৯৯ টাকার একটি রিচার্জ করেন তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন।
এই প্ল্যানের মধ্যে আপনি ৬টি ওটিটি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। এই প্ল্যানে আপনি Universal plus, ALT Balaji, Eros Now, Lions gate Play, Shemaroo Me, Jio Cinema ও Jio Saavn দেখতে পারবেন।
এর পাশাপাশি ৩০ দিনের মতো এক্সট্রা ভ্যালিডিটি ও ৪০০-রও বেশি টিভি চ্যানেল দেখতে পারবেন। সেইসঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও পাবেন। কিন্তু জিওর তরফে একটি বিশেষ কথাও বলা হয়েছে। গ্রাহকদের এই প্রিপেইড প্ল্যানটি গোটা বছরের জন্য ৫৯৮৮ টাকায় নিতে হবে। এমনকি জিএসটিও দিতে হবে।