এবার প্রতিটি বাড়িতেই 2Gbps ইন্টারনেট কানেকশন, Jio AirFiber-র ঘোষণা মুকেশ আম্বানির

ভারতে (India) ইন্টারনেট বিপ্লব নিয়ে আসা জিও (Jio) এবার আরেক নয়া পদক্ষেপ নিতে চলেছে। এবার তারা Jio 5G পরিষেবার পাশাপাশি Jio AirFiber ডিভাইস চালু করার ঘোষণা করেছে। আর এই ঘোষণার সাথে সাথেই ক্লাউড পিসির জগতে প্রবেশ করতে চলেছে Jio। জিওর এই নয়া ডিভাইসের সাহায্যে ব্যাবহারকারীরা বাড়িতে বসেই অতি দ্রুত গতির 5G ইন্টারনেট সংযোগ ব্যাবহার করতে পারবেন অফিস এবং বাড়ির কাজের জন্য।

ব্যবহারকারীরা এবার এয়ারফাইবারের মাধ্যমে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। জিওর এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশী সুবিধা উপভোগ করবে গ্রাম এবং গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষরা। দেশের প্রত্যন্ত অঞ্চলে সংযোগ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে এটি একটি গেম চেঞ্জার ডিভাইস হিসাবে প্রমাণিত হতে পারে।

চলতি মাসের ২৯ আগস্ট অর্থাৎ সোমবার রিলায়েন্সের ৪৫ তম বার্ষিক সভা বা AGM 2022 থেকে এই পরিষেবার ঘোষণা করে জিও। ওয়্যারলেস Jio AirFiber ডিভাইসটি কোম্পানির এর আগে লঞ্চ করা Wi-Fi ডিভাইস, JioFi-এর একটি উন্নত সংস্করণ হিসাবে চালু করা হয়েছে। এই ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে একেবারে ২ Gbps পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে।

স্পিড অত্যন্ত বেশি হওয়ায় এই ওয়্যারলেস ডিভাইসটি বাড়ি তো বটেই তার পাশাপাশি অফিসেও ব্যবহার করা যেতে পারে। বাড়িতে ব্যাবহার হওয়া বিভিন্ন স্মার্ট গ্যাজেট যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেটের পাশাপাশি ইন্টারনেট অফ থিংস (IoT) গুলিও এই ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারে।

এবার এই Jio AirFiber ডিভাইসের সাহায্যে, সারা বাড়িতেই উচ্চগতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। আর এই ডিভাইসের সাহায্যে একইসাথে হাই এন্ড গেমিং এবং হাই কোয়ালিটির ভিডিওও চালানো যাবে, এবং সবচেয়ে বড় কথা এসমস্ত চলবে কোনো ল্যাগ ছাড়াই। এছাড়া কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ব্যবহারকারীরা এই ডিভাইস থেকে এন্ড-টু-এন্ড ব্রডব্যান্ড এর সমাধান পাবেন। অর্থাৎ হাই স্পীড ইন্টারনেটের জন্য আপনার অন্য কোনো ডিভাইসের প্রয়োজন পড়বে না।

jio airfiber 1

জিওর এই অত্যাধুনিক ডিভাইসটি একটি পোর্টেবল ওয়্যারলেস ব্রডব্যান্ড হতে চলেছে, যা আপনি সহজেই সেটআপ এবং ব্যবহার করতে পারবেন। আর জিও-র এই ক্লাউড পিসি ব্যবহার করার জন্য শুধু সাবস্ক্রিপশনের টাকা দিতে হবে। মেশিন বা অন্যান্য সমস্ত খরচের দায়ভার নেবে রিলায়েন্স জিও। জিওর এই সিদ্ধান্তে এবার ভারতে প্রচলন হবে হাই স্পীড ইন্টারনেটের, যা মিলবে খুবই কম দামে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button