গোটা ভারতে বাড়িতে বাড়িতেই 5G সিম পৌঁছে দেবে Jio, শুধু অনুসরণ করতে হবে এই পদ্ধতি

ভারতে 5G স্পেকট্রাম নিলাম সম্পন্ন হওয়ার পর থেকেই 5G পরিষেবা শুরু করা নিয়ে উত্তেজনা চরমে। এরপর 5G পরিষেবা শুরু করার বিভিন্ন রিপোর্ট এসেছে । সরকার এবং বিভিন্ন টেলিকম কোম্পানি উভয়ই জানিয়েছে দেশে 5G পরিষেবার শুরু করার কথা। আর সেই ব্যাপারে এবার মুখ খুলেছে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি জিও (Jio)।
জিও জানিয়েছে যে, আসন্ন দীপাবলির সময়ই ভারতে 5G পরিষেবা শুরু করবে তারা। দেশের ১৩ টি শহরে এই পরিষেবা শুরু করার জন্য বিরাট তোড়জোড় শুরু করেছে তারা। এদিকে 5G সিম নিয়ে অনেক প্রশ্ন রয়েছে গ্রাহকদের মধ্যে। 4G সিমেই কি 5G পরিষেবা ব্যাবহার করা যাবে? নাকি নতুন সিম নিতে হবে। এরকম অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে, জিও ঘোষনা করেছে 5G সিম হোম ডেলিভারির।
আপনি যদি জিও 5G সিম ডেলিভারি চান তাহলে আপনাকে একটি সহজ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এজন্য প্রথমে আপনাদের যেতে হবে জিওর অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখানে Get Jio sim বিকল্প নির্বাচন করুন। এরপর নিজের নাম ফোন নাম্বার দিয়ে নিবন্ধিত করুন। সেখানে একটি ফর্ম আসবে সেখানে সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
আপনার কাছে অবশ্য বিকল্প থাকবে আপনি প্রিপেড সিম নিতে চান নাকি পোস্টপেড। সেই বিকল্প বেছে নিয়ে সমস্ত বিবরণ দেওয়ার পর আপনার কাছে জানতে চাওয়া হবে কোন অ্যাড্রেসে সিম ডেলিভারি হবে। ব্যাস সেটি সিলেক্ট করে নিলেই বাড়িতে বসেই 5G সিমের ডেলিভারি পেয়ে যাবেন।