ডেটা, কলিং সব ফ্রি! এক মাসের রিচার্জ বিনামূল্যে দিচ্ছে Jio, এভাবে নিন ফায়দা

একটা সময় ভারতে (India) একদম বিনি পয়সায় পরিষেবা দিতে শুরু করে জিও (Jio)। তারপর অবশ্য কয়েকটি প্ল্যান ঘোষণা করা হয় সংস্থার তরফে। কিন্তু প্রথম প্রথম বেশ কম দামেই বাজারে জুড়ে বসে জিও। এরপর তাদের প্ল্যানের দাম কিছুটা বাড়ে। কিন্তু এবার আরো একবার ফ্রি তে রিচার্জ অফার নিয়ে এসেছে সংস্থাটি।
একদমই বিনামুল্যে রিচার্জ করা সম্ভব হবে। আর সেরকমই এক প্ল্যান নিয়ে জানাতে চলেছি আমরা। আসলে এটি এক বছরের রিচার্জের সাথে বান্ডলড অর্থাৎ জুড়ে আসে। এই রিচার্জের সুবিধা নেওয়ার জন্য আপনাকে রিচার্জ করতে হবে ২৮৭৯ টাকার। তাহলেই বেশ কয়েকমাসের অতিরিক্ত রিচার্জ ফ্রি তেই পেয়ে যাবেন আপনি। এ প্রসঙ্গে ২৮৭৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি আগে।
কী কী সুবিধা পাবেন এই ২৮৭৯ টাকার রিচার্জে: মোট ৩৬৫ দিন বৈধতার সাথে আসে এই প্ল্যানটি। এখানে দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। এছাড়া সেখানে দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং এর সুবিধাও মেলে।
অতিরিক্ত কী সুবিধা রয়েছে : আপনি এখানে Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
তাহলে কীভাবে পাবেন এক মাসের ফ্রি রিচার্জ ?
৭১৯ টাকার প্ল্যানে ওপরোক্ত সমস্ত সুবিধাই পাওয়া যায়। সেখানে ৮৪ দিনের বৈধতা পাবেন আপনি। সেই হিসেবে আপনাকে এই প্ল্যানটি চারবার রিচার্জ করতে হবে। কিন্তু সেই হিসেবে আপনি মোট ২৮৭৬ দিচ্ছেন। কিন্তু ৩৩৬ দিনের বৈধতা লাভ করবেন।
এবার আপনি যদি ২৮৭৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে মাত্র ৩ টাকা বেশি দিয়েই অতিরিক্ত ২৯ দিনের রিচার্জ পেয়ে যাবেন। সমস্ত সুবিধাই এক, কিন্তু এক বছরের রিচার্জে মিলবে অতিরিক্ত বৈধতা।