মাত্র ৫ টাকায় ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং! বাজার কাঁপানো অফার Jio-র

বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া থাকা বেশ মুশকিল। আর জনগণের চাহিদা অনুযায়ী দীর্ঘ মেয়াদে বেশ কিছু প্ল্যান অফার করেছে রিলায়েন্স জিও (Jio)। আজ সেই সমস্ত প্ল্যান সম্পর্কেই জানাতে চলেছি আপনাদের। এই রিচার্জ একবার করলেই সারা বছরে আর রিচার্জ করার দরকার পড়বে না। তাই চলুন দেখে নিই জিওর রিচার্জ প্ল্যানগুলো।
২৫৪৫ টাকার প্ল্যান : বৈধতা – ৩৩৬ দিন। ডেটা- প্রতিদিন ১.৫ জিবি, মোট ৫০৪ জিবি। ডেটা রেট – ৫.০৪ টাকা প্রতি জিবি। এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন আপনি। কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।
২৯৯৯ টাকার প্ল্যান: বৈধতা – ৩৬৫ দিন। ডেটা- ২.৫ জিবি ডেটা প্রতিদিন, মোট ৯১২ জিবি।
ডেটা রেট- ৩.২৮ টাকা প্রতি জিবি। এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন। কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।
২৮৯৭ টাকার প্ল্যান: বৈধতা – ৩৬৫ দিন। ডেটা- ২ জিবি ডেটা প্রতিদিন, মোট ৭৩০ জিবি।
ডেটা রেট- ৩.৯৪ টাকা প্রতি জিবি। এসএমএস- দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারেন। কলিং এর সুবিধা : সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল করতে পারেন।