খুলতে হবে না পেট্রোল পাম্প, ঘরে বসেই চাষ করুন ডিজেলের! মাসে হবে লক্ষাধিক টাকা আয়

আপনিও কি ব্যবসা (Business) করার কথা ভাবনা চিন্তা করছেন? আপনিও কি মাস গেলে ভালো টাকা উপার্জন করার জন্য আগ্রহী? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। অনেকেই আছেন যারা নিত্য দৈনন্দিন অফিসের কাজ করতে করতে হাঁপিয়ে ওঠেন সেক্ষেত্রে অনেকেই আছেন যারা ৯-৫টার অফিস ডিউটি ছেড়ে নিজের জন্য কিছু করতে আগ্রহী হয়ে থাকেন। সেক্ষেত্রে ব্যবসা করা সব থেকে বড় বিকল্প।

   

আপনিও যদি চান যে মাস গেলে একটি বাম্পার কামাই হোক আপনার তাহলে এই প্রতিবেদনে মাধ্যমে আপনাকে একটি দারুন ব্যবসার খোঁজ দেওয়া হবে। যেটি সম্পর্কে শুনলে আপনিও এক প্রকার খুশিতে লাফিয়ে উঠবেন। আজ একটি এমন গাছের চাষ সম্বন্ধে আপনাদের জানানো হবে যেটি একবার চাষ করলেই আপনি মোটা মোটা টাকার অধিকারী হয়ে যেতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

আপনার যদি একদম অল্প পুঁজি থেকে থাকে তাও আপনি এই ব্যবসা খুব সহজেই শুরু করতে পারবেন। এই প্রতিবেদনই ডিজেল চাষ (Diesel Farming) সম্বন্ধে বলা হবে, কিন্তু না ডিজেল মানে কিন্তু আপনাকে কোনও রকম পেট্রোল পাম্প (Filling Station) খুলতে হবে না একটি মাত্র গাছ চাষ করলেই আপনার পকেট এক প্রকার ফুলে ফেঁপে উঠবে।

জেট্রোফা গাছের (Jatropha biodiesel in India) মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে বড়লোক হয়ে উঠতে পারেন। আসলে এর বীজ থেকে বায়ো ডিজেল পাওয়া যায়। এমতবস্থায় এর উৎপাদন থেকে ভাল আয় করা সম্ভব। অনেকেই আছেন যারা এই জেট্রোফাকে ‘ডিজেল প্ল্যান্ট’-ও বলে থাকেন। বিশেষ বিষয় হল, এই গাছ অনুর্বর জমিতে এমনকী যে কোনও জায়গায় চাষ করা সম্ভব।

jetropha

এই গাছের বীজ সহজেই বাজারে পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই গাছ চাষ করলে কীভাবে বায়ো ডিজেল পাওয়া সম্ভব? তাহলে সে ক্ষেত্রে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখা জরুরী যে, জেট্রোফা চাষে খুব বেশি লাঙল, সেচ ও অর্থের প্রয়োজন হয় না। একবার এই গাছটি বপন করা হলেই নিশ্চিন্ত। কারণ প্রায় ৪ থেকে ৬ মাস পর্যন্ত এর যত্নের প্রয়োজন। এরপর যখন গাছ হয়, তখন এটি বছরের পর বছর ধরে বীজ দিতে থাকে। এর থেকে প্রাপ্ত বীজ থেকে ২৫ থেকে ৩০ শতাংশ তেল বের করা যায়। আর তা থেকে ডিজেল তৈরি করার উপায় কী। জেট্রোফা বীজ থেকে প্রাপ্ত তেলের প্রায় ১৮%-এর সঙ্গে প্রকৃত ডিজেল মিশিয়ে ‘বায়ো ডিজেল’ তৈরি করা হয়।