‘এমন স্ত্রী চাই না যে …”, বিয়ের আগেই জয়ার ঘাড়ে বড় শর্ত চাপিয়েছিলেন অমিতাভ বচ্চন

বলিউডের সবচেয়ে হিট জুটির কথা বললে নাম আসবে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের (Jaya Bachchan)। তাদের বিয়ে হয়েছে সেটা প্রায় ৫ দশক আগে। ১৯৭৩ সালে একে অপরের সাথে পথচলা শুরু করেন। তারপর থেকে এখনো অবধি কোনো বিরোধ আসেনি তাদের মধ্যে। এজন্য ইন্ডাস্ট্রিতে এক বড় উদাহারণ হিসেবে রয়েছেন তারা। কিন্তু জানেন কি জয়াকে বিয়ে করার আগে এক বিশেষ শর্ত রেখেছিলেন অমিতাভ? চলুন আজ জানবো সেই বিষয়েই।
অভিনয় সূত্রেই পরিচয় হয় অমিতাভ এবং জয়ার। এরপর ধীরে ধীরে কাছে আসতে থাকেন তারা। ভক্তরাও তাদের দুজনের জুটিকে দারুণ পছন্দ করতেন। এরপর নিজেদের সম্পর্ককে পরিণতি দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেন নিয়ে করার। আর তার আগে এমন এক শর্ত রেখেছিলেন বিগ বি, যা বেশ অবাক করার মতোই।
জয়া বচ্চন নিজে এক পডকাস্টে সেকথা জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ ততক্ষণে জয়া তার নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারতেন। কিন্তু অমিতাভ তাকে জানিয়ে দেন যে, তিনি এমন কাওকে স্ত্রী হিসেবে চান না, যিনি সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি কাজ করবে।
অভিনেত্রী এও জানান যে, তাকে কাজ করার সুযোগ অবশ্য দিয়েছিলেন অমিতাভ। কিন্তু বিগ বি কখনোই চাননি যে, জয়া প্রত্যহ কাজ করুন। আর সেজন্য তাদের বিয়ে হয়ে যায় জুন মাসেই। বচ্চন পত্নী বলেন, অমিতাভ তাকে নাকি সঠিক কাজ খোঁজার এবং উপযুক্ত মানুষ বেছে তাদের সাথে কাজ করার পরামর্শ দেন।
এরপর বক্স অফিসে আসে তাদের হিট সিনেমা ‘জাঞ্জির’। ছবির সাফল্যের পর তারা ছুটিতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। বচ্চন পরিবারের তরফে হুকুম আসে, যে তারা যদি একসাথে বেড়াতে যেতে চান তবে তাদের আগে বিয়ে করতে হবে। আর তাই জুন মাসেই বিয়ে করে নেন তারা। জানতেন নাকি অমিতাভের শর্তের ব্যাপারে?