নেপালের বিরুদ্ধে ম্যাচের আগে বড় ঝটকা! দেশে ফিরছেন বুমরাহ, কী হল টিম ইন্ডিয়ার ষ্টার বোলারের?

এশিয়া কাপে (Asia Cup) নেপালের বিরুদ্ধে খেলতে নামার আগেই বড়সড় ঝটকা খেল টিম ইন্ডিয়া (India national cricket team)! আচমকাই দেশে ফিরছেন ভারতের ষ্টার বোলার জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। উল্লেখ্য, 2 সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করে ভারত। কিন্তু প্রথম ম্যাচেই পাকিস্তানের ভয়ঙ্কর পেস আক্রমণের সামনে নতজানু হয় ভারতের প্রথমসারির ব্যাটাররা।

যদিও, ভারতের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও উউকেটরক্ষক ঈশান কিষাণের দুরন্ত ব্যাটিংয়ের সাহায্যে মেরুদন্ড সোজা করে দাঁড়ায় ভারতীয় দল। দুজনাই অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ভারতকে লড়াই করার মতো অবস্থায় নিয়ে যায়। এই দুই ব্যাটারের সামনে অসহায় দেখায় পাকিস্তানি বোলারদের।

পাকিস্তানের সামনে 266 রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া! তবে, পাকিস্তান ব্যাট করতে নামার আগেই ঘটে অঘটন। বৃষ্টিতে ধুয়ে যায় ম্যাচ। দুই দলকেই এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। পাকিস্তান প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় পেয়ে যাওয়ার কারণে তারা সহজেই সুপার-4 এ চলে যায়। কিন্তু ঝুলে থাকে ভারতের ভাগ্য। ভারতকে এখন যেভাবেই হোক নেপালের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে। যদিও, বৃষ্টির কারণে এই ম্যাচও বাতিল হলে ভারত দুই পয়েন্ট নিয়ে পরবর্তী স্টেজে প্রবেশ করবে। কিন্তু নেপালের সঙ্গে ম্যাচের আগে বুমরাহর দেশে ফেরা ভারতকে ভাবিয়ে তুলছে।

team india bumrah

কী হয়েছে বুমরাহর? জানা গিয়েছে যে, বুমরাহ বাবা হতে চলেছেন, আর সেই কারণেই তিনি আচমকাই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তবে ভারত এশিয়া কাপে টিকে থাকলে তিনি আবার শ্রীলংকায় গিয়ে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে সুপার-4 এ খেলবেন। বুমরাহর দেশে ফেরা নিয়ে একদিকে যেমন ভারতীয় সমর্থকরা হতাশ, তেমনই আবার তাঁর বাবা হওয়ার খবর পেয়ে খুশিও।