কোনদিনও পা রাখেননি কলেজে, আজ তিনিই IAS! বাংলার মেয়ের কাহিনী শুনে গায়ে কাঁটা দেবে

কথাতেই আছে, মনে অদম্য জেদ এবং কিছু করে দেখানোর ইচ্ছা থাকলেই যে কোনও অসাধ্য সাধন করাই যায়। বেশ কয়েকবার কিছু মানুষের আইএএস (Indian Administrative Services), আইপিএস অফিসার হয়ে ওঠার গল্প আমাদের সকলকেই অনুপ্রাণিত করে।

   

ঠিক তেমনই এবার জলপাইগুড়ির (Jalpaiguri) জেলাশাসক সামা পারভিনের গল্প শুনলে আপনিও এক প্রকার আকাশ থেকে পড়বেন। কলেজে তিনি পা অবদি রাখেননি তার পরেও তিনি আইএস অফিসার হয়ে সকলকে একপ্রকার চমকে দিয়েছেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে তার দিন কেটেছে পড়াশোনা করা অবধি টাকা ছিল না তার পরিবারে কাছে তাও মনে অদম্য যে নিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন সামা পারভিন।

শুধু তাই নয় পয়সার অভাবে মাঝপথে একবার তোকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এই ওয়ার্কশপের আয়োজন করা হয় সেখানেই হাজির ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন। এদিকে এই বিশেষ ওয়ার্কশপে তিনি নিজের জীবন যুদ্ধের কথা সকলের সামনে তুলে ধরেন।  তার কথা শুনে সকলেই একপ্রকার চমকে ওঠেন সকলেই ভাবতে শুরু করেন সম্ভব?

সামা জানান, গরিব পরিবারের সন্তান তিনি। তাঁর মা স্কুলে যাননি কখনো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি শুরু করেন রেলে চাকরি করা। তারপরেও কিন্তু নিজের ইচ্ছেটাকে মরে যেতে দেননি সামা। তিনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন যেভাবে হোক আইএএস অফিসার হবেনই তিনি। এরপর যেমন ভাবা তেমন কাজ। রেলে চাকরি করার পাশাপাশি তিনি ডিস্টেন্সে প্রস্তুতি নিতে শুরু করেন। এবং কষ্টের ফলও তিনি হাতেনাতে পেলেন আর কি।   এরপর UPSC পরীক্ষায় বসেন। বেশ কয়েকবার পরীক্ষা দেওয়ার পর আসে সফলতা।

ias shama

এদিকে কর্মশালায় অংশ নেওয়া এক ছাত্রী বলেছেন, “আমাদের জন্য এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার যেসব পড়ুয়াদের আর্থিক অবস্থা খারাপ, তাদের খুবই সাহায্য হবে।”