অবশেষে ফাঁস হল পরিচয়! কোন পরিচালকের প্রেমে মজেছেন শ্রাবন্তী? প্রকাশ্যে এল ছবি, নাম

টলিউডে বর্তমানে সবচেয়ে আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তিনি সাধারণত আলোচনায় থাকেন তার ব্যক্তিগত কারণের জন্য। মাঝখানে তিনি নাকি একই অ্যাপার্টমেন্টের অভিরুপ নাগ চৌধুরীর সাথে প্রেম করছিলেন। এরপর সেই সম্পর্ক নাকি ভেঙেও যায়। বর্তমানে রব উঠেছে ইন্ডাস্ট্রির এক পরিচালকের সাথে তার সম্পর্ক নিয়ে।
আসলে এসবই হয়েছে একটি ছবিকে কেন্দ্র করে। হয়েছে কি, কয়েকদিন আগে জাতীয় পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক শুভ্রজিৎ মিত্রর (Shubhrajit Mitra) সাথে তাকে দেখা যায়। কফিশপে তাদেরকে একসাথে দেখা যায়। ব্যাস তারপর থেকে শুরু হয়ে যায় প্রেমের গুঞ্জন।
কিন্তু নায়িকা কী সত্যি সত্যিই আবারো প্রেম করছেন? নাকি এসবই ভ্রান্তধারণা? শ্রাবন্তী এই ব্যপারে কিছু না বললেও সদ্যই এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন শুভ্রজিত মিত্র। তাহলে কী বললেন পরিচালক? চলুন দেখে নেওয়া যাক সেই ব্যাপারেও।
শুভ্রজিত বলেন, “এ ধরনের গুঞ্জন ছড়ালে সত্যিই কিছু বলার নেই। এগুলোকে আটকানো যাবে না। আসলে যাঁদের সঙ্গে আমরা কাজ বা মেশামেশা করি, তাঁরা প্রত্যেকেই চেনা মুখ। তাই বোধ হয় মানুষ এ সব নিয়ে গসিপ করে আনন্দ পান।”
ফলে এককথায় প্রেমের গুঞ্জন নাকচ করে দিয়ে পরিচালক বুঝিয়ে দিয়েছেন যে, এ কেবল কর্মসূত্রের সখ্যতা, এবং পেশাগত কারণেই পরিচিত তারা। আসলে শুভ্রজিৎ এর আসন্ন প্রজেক্ট ‘দেবী চৌধুরানী’। আর সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন শ্রাবন্তী।
পরিচালক অবশ্য এবিষয়ে জানিয়ে দেন যে, “এত গরমে শ্যুট করলে সবাই অসুস্থ হয়ে পড়বেন। শিল্পীদের সুবিধা-অসুবিধা কথাটাও মাথায় রাখতে হবে। তা হলেই তো কাজ ভাল হবে।” আসলে বেশিরভাগটাই আউটডোর শ্যুট হওয়ার কারণে বর্ষার পরই শুরু হবে ছবির শ্যুটিং।