ভারত-পাকিস্তান মহারণের আগে ইরফান পাঠান বেছে নিলেন প্রথম ভারতীয় একাদশ! বাদ পন্থ

অস্ট্রেলিয়ায় (Australia) অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী মাসের ১৬ অক্টোবর থেকে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল (India national cricket team) ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে অভিযান শুরু করবে। ইতিমধ্যে, প্রাক্তন ভারতীয় অভিজ্ঞ ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan) ভারত (India) ও পাকিস্তানের মধ্যে এই ‘ম্যাচের’ জন্য তার একাদশ বেছে নিয়েছেন। তারকা উইকেটরক্ষক ঋষভ পন্থকে (Rishabh Pant) একাদশের বাইরে রেখেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী বেশিরভাগ দেশই তাদের নিজ নিজ দল বেছে নিয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ১৫ সদস্যের একটি দলও বেছে নিয়েছে। এর অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ দেওয়া হয়েছে ঋষভ পন্থ ও দিনেশ কার্তিককে। এটা নিশ্চিতভাবেই মনে করা হচ্ছে যে দুজনের একজনই একাদশে সুযোগ পাবেন।

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এই বিশেষ ম্যাচের জন্য তার একাদশ তৈরি করেছেন। তিনি ঋষভ পন্থের চেয়ে অভিজ্ঞ দীনেশ কার্তিককে প্রাধান্য দিয়েছেন। স্টার স্পোর্টসকে ইরফান পাঠান বলেন, ‘আমার মতে দেখুন আপনি যদি প্রথম ম্যাচ খেলেন, তাহলে আপনার স্পিনার সহ অভিজ্ঞ বোলার দরকার। সুতরাং, আমার প্রথম একাদশ এরকম কিছু হবে – রোহিত, কেএল রাহুল, বিরাট, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, লেগ স্পিনার যুজবেন্দ্র, জাসপ্রিত বুমরাহ এবং হর্ষাল প্যাটেল। তৃতীয় পেসার হিসেবে ভুবনেশ্বর কুমারকে রাখা যেতে পারে।”

৩৭ বছর বয়সী প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন, ‘তিনজন ফাস্ট বোলার, যার মধ্যে দুজন বিশেষজ্ঞ পেসার, ডেথ ওভারে বল করতে সক্ষম। আমি নিশ্চিত করব যে ডেথ ওভারে বল করার জন্য তিনজন ফাস্ট বোলার, এমনকি আরশদীপ (সিং) কে বেছে নেওয়ার স্বাধীনতা আছে।

irfan

এমন একাদশ বেছেছেন ইরফান পাঠান

রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, হর্ষাল প্যাটেল/অর্শদীপ সিং এবং ভুবনেশ্বর কুমার

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button