সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ! উত্তরবঙ্গ ভ্রমণের জন্য দারুণ প্যাকেজ আনল IRCTC, জানুন কত হবে খরচ

দরজায় করা নাড়ছে দুর্গাপুজো (Durga Puja 2023)। ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্ল্যান প্রোগ্রাম ইত্যাদি করা। পুজোর কোন দিনে কে কোথায় যাবেন সে ব্যাপারে শুরু হয়ে গিয়েছে আলাপ আলোচনা। দুর্গাপুজোর এই কয়েকটা দিন অনেকেই শহরের মধ্যে থাকতে পছন্দ করেন না।

শহরের বাইরে একটু নিরিবিলি খোঁজে কেউ কেউ ছুটে যান দূর দূরান্তে। এ সমস্ত ভ্রমণ বিলাসীদের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে একের পর এক ট্যুর প্যাকেজ। উত্তরবঙ্গ (North Bengal) পরিবহন নির্ভর এর পক্ষ থেকে পূজোর ট্যুর প্যাকেজের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার জানা গেল IRCTC ট্যুর প্যাকেজের কথা।

IRCTC ট্যুর প্যাকেজের সম্পর্কে এখনও সরাসরি কিছু জানা যায়নি। তবে বিভিন্ন রিপোর্টে এই প্যাকেজের সম্পর্কে অনেক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই প্যাকেজটি ৬ দিন ৫ রাতের জন্য বৈধ। দার্জিলিং (Darjeeling) এবং ডুয়ার্সের (Dooars) জন্য করা হয়েছে ভ্রমণ পরিকল্পনা। ২১ অক্টোবর সপ্তমী, ওই দিন শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে উত্তরবঙ্গের দিকে। ফিরবেন একেবারে পুজো শেষে, দশমীর পর। ঠাকুর দেখার সুযোগ থাকছে।

চাইলে ষষ্ঠীর দিন আশেপাশের কিছু পুজো প্যান্ডেল ঘুরে দেখে নিতে পারবেন। সপ্তমীতে ট্রেনে ওঠা। প্যাকেজের আওতায় থাকা বিশেষ ট্রেনে রিজার্ভ থাকতে পারে তিরিশটি টিকিট। দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য মাথা পিছু খরচ পড়তে পারে একুশ হাজার টাকার কিছু বেশি। থাকা, খাওয়া, ঘোরা ইত্যাদি সব মিলিয়ে এই বাজেট ধার্য করা হয়েছে। দার্জিলিংয়ের প্রধান ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে নিতে পারবেন একেবারে। তিনচুলে, লামাহাট্টার মতো জায়গাও ঘোরা হয়ে যেতে পারে এই সুযোগে।

কেউ ডুয়ার্স যেতে চাইলে তার খরচ কিছুটা কম হবে। তাকে ২১ হাজার টাকা দিতে হবে না। ডুয়ার্স ভ্রমণের জন্য মাথা পিছু খরচ ঠিক করা হয়েছে ১৮ হাজার ৮৫০ টাকা। যারা জঙ্গল ভালোবাসেন তাদের জন্য এই সফর মনের মত অবস্থায় হতে পারে।

পুজোর আগে ডুয়ার্সের দরজা খুলে দেওয়া হবে। ফলে আপনি চাইলেই করতে পারবেন সেখানকার জঙ্গল সাফারি। ডুয়ার্স প্যাকেজে আপনি পেয়ে যেতে পারেন স্পেশাল বাঙালি খাবার। জঙ্গলের বিশুদ্ধ বাতাসের সঙ্গে অপূর্ব খাবারের আস্বাদ। সবই ওই ১৮ হাজার ৮৫০ টাকার মধ্যে।