যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। একবার বাড়ি থেকে বেরিয়ে একেবারে ঘুরে নিতে পারবেন এক সঙ্গে অনেকগুলো দর্শনীয় স্থান। যাতায়াত কিংবা থাকা খাওয়ার কোনো চিন্তা নেই। ট্যুর প্যাকেজ করাচ্ছে আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation)। ঘুরতে যেতে সবাই ভালোবাসেন। তবে সবার পক্ষে চেনা গণ্ডির বাইরের জগৎ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা সম্ভব নয়। তাই অনেকে প্যাকেজ ট্যুর মানে কোনো এজেন্সির সাহায্যে ট্যুর করা পছন্দ করেন।
এখনকার সময়ে আবার সবার ওপর ভরসাও করা যায় না। কোনো এজেন্সি কেমন সেই সম্পর্কে কারও কারও মনে সংশয় থেকে যায়। তবে এই ট্যুর প্ল্যানে কোনো ঝুঁকি থাকছে না, কারণ ঘুরতে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আমাদের পরিচিত IRCTC।
ট্যুর প্ল্যান শুরু হচ্ছে দিল্লি থেকে। ওড়িশার বহু জায়গায় এক সঙ্গে ঘুরিয়ে দেখাবে IRCTC। এই ট্যুর প্যাকেজে পর্যটকরা ভুবনেশ্বর, চিল্কা, কোনারক এবং পুরীতে দেখে নিতে পারবেন। মূলত রাজধানী শহরের মানুষের কথা মাথায় রেখে এই ট্যুর প্ল্যানের ভাবনা। তাই স্টার্টিং পয়েন্ট দিল্লি ধরা হয়েছে। ট্যুর প্যাকেজ তিন রাত এবং চার দিনের। প্যাকেজের নাম রাখা হয়েছে ডিভাইন পুরী ট্যুর প্যাকেজ।
উক্ত যাত্রার সময়কাল চলতি বছরের ২ নভেম্বর, ২৩ নভেম্বর ও ১৪ ডিসেম্বর। এছাড়া পাশাপাশি ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারী ও ১৫ মার্চ। প্যাকেজের মাধ্যমে দেখে নিতে পারবেন ভুবনেশ্বর, চিল্কা, কোনার্ক এবং পুরীর বিখ্যাত মন্দির। দিল্লি থেকে ট্যুর তাই ভাড়া একটু বেশি। জানা গিয়েছে, এয়ার ট্যুর প্যাকেজে এক একজন যাত্রীর জন্য মাথাপিছু খরচ ধরা হয়েছে ৪০ হাজার ৯০০ টাকা।