উৎসবের আমেজ গায়ে মেখে আনন্দ উদযাপনে মেতে উঠেছেন দেশের মানুষজন। সামনেই রয়েছে কালীপুজো, দিওয়ালি। সকলের কেনাকাটার প্রস্তুতিও তুঙ্গে রয়েছে। অনেকেই আছেন উৎসবের সময়ে জামা কাপড় কিনতে পছন্দ করেন।
আবার অনেকেই আছেন যারা ইলেক্ট্রনিক্স জিনিস কিনতে পছন্দ করেন। বিশেষ করে অনেকেই আছেন যারা স্মার্টফোন (Smartphone) কেনেন। এদিকে মানুষের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক ফোন কোম্পানি হয় কিছু নতুন ফোন লঞ্চ করে নয়তো ফোনের কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় দেয়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আপনিও যদি নতুন ফোন কিনতে চান তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।
বর্তমানে ই কমার্স সংস্থা Amazon-এ চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল। তবে আর কিছুদিনের মধ্যেই এই সেল শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি যদি স্মার্টফোনে সেরা ডিলের সুবিধা নিতে চান, তাহলে এই মুহূর্তে আপনার জন্য একটি ভালো সুযোগ রয়েছে। Amazon এ একটি ফোন খুব কম দামে মিলছে। IQOO কোম্পানির একটি দুর্দান্ত ফোনে মিলছে দুর্দান্ত ডিল।
IQOO Z6 Lite 5G সম্পর্কে হচ্ছে এই প্রতিবেদনে। এই স্মার্টফোনের 6GB+ 128 GB সংস্করণটি ভারতে ১৫,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এই ভ্যারিয়েন্টটি বর্তমানে ১২,৯৯৯ টাকায় ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। এখানে গ্রাহকরা ফোনটিতে ২,৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন। এছাড়াও, গ্রাহকরা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৭৫০ টাকা ছাড় পাবেন। এক্ষেত্রে ফোনটির কার্যকর মূল্য হবে ১২,২৪৯ টাকা। এ ছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করে ১২,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তবে সর্বোচ্চ ছাড়ের জন্য ফোনটি ভালো অবস্থায় থাকাটা খুবই জরুরি। IQOO Z6 Lite 5G-র স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, এটি স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসরের সাথে আসে।
এছাড়াও এই ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। IQOO Z6 Lite 5G ব্যাটারি 5000 mAh। এছাড়াও, এই ফোনে ফটোগ্রাফির জন্য পিছনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও পাওয়া যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওএস ভিত্তিক কাস্টম স্কিনে চলে।