প্রতি ৪টি iPhone-র একটি তৈরি হবে ভারতে, চিন থেকে পাকাপাকি ভাবে ব্যবসা গোটাচ্ছে Apple

এবার ভারতের (India) কাঁধে কাঁধ মিলিয়ে চিনকে (China) এক বড়সড় ধাক্কা দিল অ্যাপল (Apple)। আইফোন (iPhone) নির্মাণে ভারতকে পাখির চোখ করেছে আমেরিকান এই কোম্পানি। এমনকি আগামী ২০২৫ সালের মধ্যেই চিন থেকে সরে ভারতে আসতে চলেছে তারা। বিখ্যাত ব্রোকারেজ ও গবেষণা সংস্থা J.P.Morgan এর এক গবেষক এমনই দাবী করেছেন।

সংস্থার ধারণা আইফোন এর লেটেস্ট সিরিজ আইফোন ১৪-এর ৫ শতাংশ ভারতেই তৈরি হতে চলেছে। আপাতত এতটাই করবে অ্যাপল, এরপর ধীরে ধীরে তারা নিজেদের ব্যবসা ভারতে সরিয়ে নিয়ে আসবে। আর যেহেতু চিনের পরেই ভারত পৃথিবীর সবচেয়ে বড় স্মার্টফোন মার্কেট তাই এখানে বিনিয়োগ করলে যে আখেরে লাভের গুড় অ্যাপল কোম্পানিই পাবে তাতে কোনো সন্দেহ নেই।

কিন্তু হঠাৎ চিন থেকে কেন ভারতে সরে আসতে চাইছে অ্যাপল : আসলে আমেরিকা এবং চিনের মধ্যে চলছে কূটনৈতিক সংঘাত এর প্রধান কারণে। তাছাড়া করোনা ভাইরাসের কারণে চিনের কড়া লকডাউনের প্রভাব পড়েছে অ্যাপলের ওপর। তবে শুধু আইফোন বললে ভুল বলা হয়, তারা নিজেদের আরো অনেক দ্রব্যই তৈরি করতে চলেছে ভারতে।

জানা যাচ্ছে এই শুরু অ্যাপলের। ভবিষ্যতে ভারতে তাদের নির্মাণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করবে অ্যাপল। সেখানে শুধু আইফোনই থাকবে না, সাথে ম্যাকবুক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং এয়ারপড এর মত দ্রব্যও নির্মিত হবে ভারতে। মোদ্দা কথা হলো আগামী ২০২৫ সাল থেকেই চিন থেকে নিজেদের ব্যবসা গুছিয়ে ফেলতে চাইছে অ্যাপল।

apple china 1 kr0d 1248x698@abc

আর চিনকে বিদায় জানিয়ে অ্যাপলের আপাতত পাখির চোখ ভারত। আর সেই কাজে গতি বাড়ানোর জন্য অ্যাপলের হয়ে মাঠে নামবে উইস্ট্রন ও ফক্সকন নামক দু’টি সংস্থা। শুধু তাই না, এবার চিনের আশঙ্কা বাড়িয়ে ভারতে আইফোন তৈরী করবে টাটা। তাইওয়ানের উইস্ট্রনের সঙ্গে যৌথভাবে আইফোন তৈরী করতে চাইছে টাটা গ্রুপ।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button