‘ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন হরভজন’, দাবি নস্যাৎ করে ইনজামামকে ধুয়ে দিলেন ভাজ্জি

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকের (Inzamam-ul-Haq) ওপর ভীষণ ক্ষুব্ধ হরভজন সিং (Harbhajan Singh)। হরভজনকে নিয়ে কথোপকথনে ইনজামাম এমন কিছু দাবি করেছেন যা প্রাক্তন ভারতীয় স্পিনার সহ ভারতীয় ক্রিকেট অনুরাগীদের বেশ ক্ষুব্ধ করে তুলেছে। সাক্ষাৎকারে ইনজামামকে বলতে দেখা গিয়েছে, হরভজন সিং মৌলানা তারিক জামিলকে দেখে খুব প্রভাবিত হয়েছিলেন। এমনকি তিনি ইসলাম গ্রহণের কথাও ভাবতে শুরু করেছিলেন বলে ইনজামামের দাবি। এরকম দাবি প্রকাশ্যে করার পর রীতিমত বিরক্ত হরভজন সিং।

   

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে ইনজামাম বলছেন, ‘আমাদের একটি ঘর ছিল যেখানে নামাজ পড়া হতো। মৌলানা তারিক জামিল আমাদের কাছে আসতেন, আমাদের নামাজ পড়াতেন। কিছুদিন পর ইরফান পাঠান, মহম্মদ কাইফ ও জহির খানও আসতে শুরু করেন। আরও চার জন ভারতীয় ক্রিকেটার সেখানে বসে আমাদের দেখতেন। তাঁরা নামাজ পড়তেন না ঠিকই কিন্তু মৌলানার কথা খুব মন দিয়ে শুনতেন।’

হরভজন নাকি সেই ঘরে বসে বলেছিলেন, ‘আমি এই লোকটিকে দেখে খুব প্রভাবিত হয়েছি। আমার মন চায় আমি এটা গ্রহণ করি’। এমনটা দাবি করেছেন ইনজামাম। ইনজামাম বলেছেন, ‘আমি হরভজনকে বলেছিলাম, ‘ মন যখন চাইছে তখন মেনে নাও, সমস্যা কী। হরভজন বলল, ‘আমি তোমাকে দেখা থেকে যাচ্ছি, কারণ তোমার জীবন এমন নয়।’

harbhajan inji

হরভজন এই গোটা বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটা কী ধরনের নেশা করে কথা বলছে? আমি একজন ভারতীয় এবং একজন শিখ হিসাবে গর্বিত। এই বাজে লোকেরা যে কোনও বিষয়ে কথা বলে”।